লঞ্চ হল শাওমির ম্যাক্স ২
টুইটারে ছেয়ে গিয়েছে ‘বিগ ইজ ব্যাক’ ট্যাগ লাইন! ফের বাজারে আসছে শাওমির বড় স্ক্রিনের স্মার্টফোন। ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে। তবে, নতুন সংস্করণে। ভারতে মঙ্গলবার ম্যাক্স ২ লঞ্চ করল শাওমি সংস্থা। শাওমি ম্যাক্সের মতো একই ডিসপ্লে থাকলেও এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচারে থাকছে ৫৩০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
আরও পড়ুন- এ বার থেকে হোয়াটস্অ্যাপে ইউটিউব ভিডিও দেখা আরও সহজ, জেনে নিন কীভাবে
চলতি বছরে মে মাসে চিনের বাজারে এসে গিয়েছিল এমআই ম্যাক্স ২। দীর্ঘ অপেক্ষার পর এ দিন দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে তা লঞ্চ করে ভারতের বাজারে। ম্যাক্স ২-এর ৪ জিবির দুই ধরনের মডেল থাকছে। এই দু’টি মডেল ৬৪ এবং ১২৮ জিবি পর্যন্ত অতিরিক্ত মেমরি সাপোর্ট করবে। রেয়ার ক্যামেরা থাকছে ১২ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেলের।
শাওমির ৬৪ জিবি এবং ১২৮ জিবির মডেল দু’টির চিনে দাম করা হয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯৫৩ এবং ১৮ হাজার ৭৬৫ টাকা। ভারতেও ম্যাক্স ২-র স্মার্টফোনের দাম ২০ হাজার টাকার নীচে রাখা হবে বলে জানা গিয়েছে। এমআই ম্যাক্সের লঞ্চ হওয়ার সময় ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে দাম শুরু হয়েছিল।