তরুণীর দাবি, তাঁর ৫ পোষ্যের মধ্যে সবচেয়ে পুরোনো জোঁকটির নাম বেটি। প্রতীকী ছবি।
অনেকেই অনেক রকম পশুপাখি পছন্দ করেন। পুষতেও দেখা যায় সাধ করে। কিন্তু এমন পোষ্যের কথা কোথাও শুনেছেন কি না, তা মনে করতে পারছেন না অনেকেই। সাধ করে ৫টি জোঁক পুষেছেন আমেরিকার ওরেগনের বাসিন্দা এক তরুণী। নিজের পোষ্যদের ভাল রাখতে নিয়ম করে রক্ত পান করান তিনি।
২৬ বছর বয়সি ওই তরুণীর নাম সমার সিলে। নিজের পোষ্যদের নিয়ে নিয়ম করে টিকটকে ভিডিয়ো দেন তিনি। আর সেই ভিডিয়োই দেখেন লক্ষ লক্ষ নেটাগরিক। তরুণীর দাবি, তাঁর ৫ পোষ্যের মধ্যে সবচেয়ে পুরোনো জোঁকটির নাম বেটি। লম্বায় প্রায় ৫ ইঞ্চি লম্বা ওই জোঁকটির বয়স ৪ বছর। সবচেয়ে নতুন জোঁকটি ২ ইঞ্চি লম্বা।
কখনও কখনও পাশাপাশি শুয়েই পোষ্যদের রক্ত পান করান তাঁরা। ছবি: সংগৃহীত
সমার জানিয়েছেন, কী ভাবে জোঁক রক্ত খায়, তা বোঝার জন্যই প্রথমে সেগুলিকে রক্ত খাওয়াতেন তিনি। কিন্তু ক্রমে তা অভ্যাসে পরিণত হয়। এখন নিয়ম করে রক্ত পান করান তিনি। রক্ত খাওয়ানোর ব্যাপারে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রেমিকাও। কখনও কখনও পাশাপাশি শুয়েই পোষ্যদের রক্ত পান করান তাঁরা। তরুণী জানিয়েছেন, ক্ষেত্র বিশেষে এক বার কামড়ালে টানা দশ ঘণ্টাও রক্তপাত হতে পারে। তবে বছরের বার দুয়েকের বেশি রক্ত খাওয়াতে হয় না এক-একটি জোঁককে।
এ হেন পোষ্যের জন্য অনেকে তাঁকে পাগল বলেন বলেও জানিয়েছেন তরুণী। অনেকেই জানিয়েছেন, এই ধরনের অভ্যাস ডেকে আনতে পারে বিপদ। কিন্তু সে সব যুক্তি মানতে নারাজ তরুণী। তাঁর দাবি, জোঁক পোষার কোনও খরচ নেই, কাউকে আক্রমণও করে না। তাই জোঁক পোষ্য হিসাবে দারুণ।