Viral News

‘৫৪ হাজার টাকা দিলেই বিছানার এক পাশে শুতে পারবেন’, তরুণীর ফেসবুক পোস্ট ঘিরে শুরু হইচই

বিছানার আর এক পাশে শোয়ার জন্য সঙ্গীর খোঁজ করছেন তরুণী। কোথায় ঘটেছে এমন ঘটনা? কেনই বা এমন ইচ্ছেপ্রকাশ তরুণীর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ১৬:৪৫
Share:
Woman charges Rupees 54 thousand for renting one side of her bed.

বিছানার এক পাশে শুতে হলে মাসে দিতে হবে ৫৪ হাজার টাকা, মানতে হবে শর্ত। ছবি: সংগৃহীত।

বাড়িভাড়া মেটাতে অভিনব পথে হাঁটলেন কানাডার এক তরুণী। কানাডার টোরেন্টোয় বাড়িভাড়ার অত্যধিক খরচ ওঠাতে হিমশিম খান অনেকেই। সম্প্রতি সে দেশের এক তরুণী বাড়িভাড়া মেটাতে এক আশ্চর্য বুদ্ধি বার করলেন। সমাজমাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেই তরুণীর তৈরি একটি পোস্টার। পোস্টারে লেখা, ৫৪ হাজার টাকা দিলেই তাঁর বিছানার এক পাশ ভাড়া পাওয়া যাবে।

Advertisement

কানাডার সেই তরুণী ফেসবুকে সেই পোস্টার ভাগ করে নিয়ে লিখেছেন, ‘শোয়ার ঘর ভাগ করে নিতে এক জন তরুণীর খোঁজ করছি। আমার ঘরে বড় ‘কুইন’ মাপের বিছানা রয়েছে। এর আগেও আমি এক ফেসবুক-বন্ধুর সঙ্গে এক ঘরে থেকেছি। আমার কোনও রকম অসুবিধা হয়নি। এ বার নতুন সঙ্গীর খোঁজে রয়েছি।’

এই পোস্টার শেয়ার করে আর এক তরুণী একটি ভিডিয়ো করেছেন। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই ভিডিয়ো দেখে এক এক জন এক এক রকম মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘বিছানার এক পাশে ঘুমোনোর জন্য ৫৪ হাজার টাকাটা বড্ড বেশি।’ কেউ আবার লিখেছেন, ‘এই বুদ্ধিতে তরুণীর খরচ ভাগ হয়ে যাবে ঠিকই, তবে আরও একটি সুবিধা হবে। তরুণীর একাকিত্বও দূর হবে এই পন্থায়।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement