Google Birthday

গুগ্‌ল প্রাপ্ত বয়স্ক হল, তবু জন্মদিন নিয়ে রয়েছে ধোঁয়াশা

অভিনব ডুডুল বানিয়ে আজ ১৮ তম জন্মদিন পালন করছে তারা। তবে, এই জন্মদিন নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। এর আগে বিভিন্ন বছরে গুগ্‌ল সেপ্টেম্বরের নানা তারিখে তার জন্মদিন পালন করে এসেছে। ‘মোস্ট ডিপেনডেবল সার্চ ইঞ্জিন’ গুগ্‌লের এখন একচ্ছত্র বিস্তার ওয়েব দুনিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৩
Share:

আজ ১৮ তম জন্মদিন গুগলের

অভিনব ডুডুল বানিয়ে আজ ১৮ তম জন্মদিন পালন করছে তারা। তবে, এই জন্মদিন নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। এর আগে বিভিন্ন বছরে গুগ্‌ল সেপ্টেম্বরের নানা তারিখে তার জন্মদিন পালন করে এসেছে। ‘মোস্ট ডিপেনডেবল সার্চ ইঞ্জিন’ গুগ্‌লের এখন একচ্ছত্র বিস্তার ওয়েব দুনিয়ায়। এককথায় বলতে গেলে ওয়েবের প্রবেশদ্বার গুগ্‌ল। ১৯৯৬-এর জানুয়ারিতে যাত্রা শুরু ল্যারি পেজ ও সারগে ব্রিনের হাত ধরে। এঁরা দু’জনেই ছিলেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা গুগ্‌লের ছদ্মনাম রেখেছিলেন ব্যাকরাব। এক নজরে দেখে নেওয়া যাক গুগ্‌লের জন্মদিনে বেশ কিছু মজার তথ্য।

Advertisement

আরও পড়ুন- ৩৬৫ দিনে পৃথিবী কেমন ভাবে পাল্টে যায় দেখে নিন

আরও পড়ুন- দুর্গোৎসবের নতুন ঠিকানা: আনন্দ উৎসব

Advertisement

আরও পড়ুন- পাথুরিয়াঘাটা রামলোচন ঘোষের পরিবারের পুজো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement