internet

Life Hacks: বাড়ি থেকে কাজের সময়ে ইন্টারনেট দুর্বল হয়ে গেল? সমস্যা মেটাবেন কী করে

বাড়ি থেকে কাজ করতে গিয়ে হঠাৎ নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়লে কী করবেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ২০:১৭
Share:

ছবি: সংগৃহীত

করোনার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে শহরবাসী। লকডাউন থাকাকালীন অধিকাংশ মানুষই কাজ করেছেন বাড়ি থেকে। তবু এখনও কিছু সংখ্যক মানুষ বাড়ি থেকে কাজ করেন। এই বাড়ি থেকে কাজ করার সবচেয়ে সমস্যার হল মাঝেমাঝেই ইন্টারনেট চলে যাওয়া। এতে কাজে যেমন ব্যাঘাত ঘটে,তেমন সময়েরও ক্ষয় হয়।

Advertisement

তবে হঠাৎ ইন্টারনেট চলে যাওয়ার মতো বিপত্তি ঘটলে ওয়াইফাই মজবুত করতে মাথায় রাখুন কয়েকটি সহজ ফিকির।

Advertisement

১) বাড়ির রাউটারটি5GHz-এ বদলে নিন। এই ধরনের কানেকশনে দ্রুত কাজ হবে।

ছবি: সংগৃহীত

২) অনেকসময় সিগন্যালের সমস্যা দেখা দিলে প্রয়োজনে আপনার বাড়ির রাউটারটিকে অন্যত্র রাখুন।

৩) বাড়ি থেকে কাজের সময় চেষ্টা করবেন বাড়ির ওয়াই-ফাই ব্যবহার করে সিনেমা দেখা বা নেটমাধ্যমে সক্রিয় না থাকাই ভাল। একই সঙ্গে বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করলে তা দুর্বল হয়ে পড়ে।

৪) রাউটার যদি পুরোনো হয়, সেক্ষেত্রে অতি দ্রুত সম্ভব রাউটার পরিবর্তন করে নিন।

৫) হঠাৎই করে ইন্টারনেট চলে গেলে রাউটারটিকে একবার রিসেট করে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement