মন ভরে যাবে, দেখুন এই ফিল্ম

এর আগে ঝাঁসি যুবকের ১৫ বছর পর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার গল্প নিয়ে শর্টফিল্ম দেখিয়ে দেশকে কাঁদিয়েছিল গুগল আর এ বার গুগল নিয়ে এল ছেলের হাত ধরে এক বাবার স্বপ্নপূরণের গল্প। যে স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ৪০ বছর আগেই। সত্তরের দশকে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই পালানো এক যুবকের হেরে যাওয়া, আর তারপর জীবনেও মুম্বইমুখো না হওয়ার এখ দৃঢ় প্রতিজ্ঞা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ২০:০৮
Share:

এর আগে ঝাঁসি যুবকের ১৫ বছর পর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার গল্প নিয়ে শর্টফিল্ম দেখিয়ে দেশকে কাঁদিয়েছিল গুগল আর এ বার গুগল নিয়ে এল ছেলের হাত ধরে এক বাবার স্বপ্নপূরণের গল্প। যে স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ৪০ বছর আগেই। সত্তরের দশকে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই পালানো এক যুবকের হেরে যাওয়া, আর তারপর জীবনেও মুম্বইমুখো না হওয়ার এখ দৃঢ় প্রতিজ্ঞা। কী ভাবে সেই প্রতিজ্ঞা ভাঙলেন ছেলে? কেমন ভাবেই বা হিরো না হয়েও জীবনটাই হয়ে উঠল স্বপ্ন? সেই গল্পই শোনাবে দ্য হিরো-আ বলিউড স্টোরি।

Advertisement

আগামী রবিবার ফাদার্স ডে উপলক্ষে এটাই গুগলের উপহার। দেখুন সেই মন ভাল করে দেওয়া ছবি,

আরও পড়ুন: বয়সে বড়দের সঙ্গেই বন্ধুত্ব করুন, লাভ অনেক

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement