Smile

Laughter: যত হাসি তত কান্না! এমনই বলছে হালের গবেষণা

জোরে আওয়াজ করে হাসির অভ্যাস যাঁদের, সে সব মানুষের রক্তচাপ দ্রুত ওঠানামা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ২০:২৩
Share:
বেশি হাসির ফাঁদে পা দিলে ঘটতে পারে বিপত্তি।

বেশি হাসির ফাঁদে পা দিলে ঘটতে পারে বিপত্তি। ফাইল চিত্র

প্রাণ খুলে হাসতে পারলে শরীর ভাল রাখা যায়। এমনই তো জানা ছিল। সকালে উঠে পাড়ার পার্কে সকলে মিলে হাসির ক্লাবও তো করা হত অতিমারির আগে। কিন্তু কে জানত অতিরিক্ত হাসিও শারীরিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

Advertisement

হালের গবেষণা এবার বেশি হাসির ফাঁদে পা বাড়াতে বারণ করছে। হাসতে হাসতে কী সঙ্কটে নিজেকে ফেলতে পারেন, তা মনে করিয়ে দিচ্ছেন গবেষকেরা। জোরে আওয়াজ করে হাসির অভ্যাস যাঁদের, সে সব মানুষের রক্তচাপ দ্রুত ওঠানামা করে। হাসতে হাসতে হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে হার্টের সমস্যা হতে পারে। সম্প্রতি ‘হেলথলাইন’ নামক এক বিজ্ঞান পত্রিকায় এ কথা প্রকাশিত হয়েছে।

এ ছাড়াও, বেশি হাসলে শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা দেখা দেয়। কথায় কথায় মাথাও ধরে যেতে পারে। হঠাৎ রক্তচাপ বেশি নেমে গিয়ে হাসির মাঝেই কেউ অজ্ঞান হয়ে গেলেও অবাক হওয়ার বিষয় নয়। এমন ঘটতেই পারে।

Advertisement

ফলে বেশি হাসি পেলে, সাবধান!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement