নিজের যত্ন নিন। ছবি: সংগৃহীত।
অফিস, বাড়ি আর ব্যক্তিগত জটিলতা সামলে নিজের দিকে তাকানোর সুযোগ থাকে না। অফিসের তীব্র এসিতে একটানা বসে থেকে ত্বক শুষ্ক হয়ে যায়। কাজের চাপে খাওয়াদাওয়ার অনিয়মে ক্লান্তি আসে শরীরে। মুখে সেই ক্লান্তির ছাপ পড়ে যায়। মানসিক অবসাদ চেপে বসে। সব মিলিয়ে কাজের গতি কমে যায়। এই ক্লান্তিকর পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে।
১) প্রতি ঘণ্টায় ৫-১০ মিনিট বিরতি নিন। তবে ধূমপান করে বা চা খেয়ে এই সময় কাটিয়ে দেবেন না। হেঁটে আসুন। এতে স্বাস্থ্য ভাল থাকবে, একঘেয়েমি কেটে মুড ভাল হবে। চোখ, ত্বকেরও একটানা কাজ করা থেকে বিশ্রাম প্রয়োজন।
২) অফিস ডেস্কে অবশ্যই জলের বোতল রাখুন। সারা দিনে অন্তত ২-৩ লিটার জল খান। যদি জল খেতে একঘেয়ে লাগে তাহলে ডাবের জল কিংবা অন্য কোনও পানীয় খেতে পারেন। সুস্থ থাকার জন্য নিজেকে আর্দ্র রাখা প্রয়োজন।
৩) স্বাস্থ্যকর খাবার খান। বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে যেতে পারলে সবচেয়ে ভাল। চেষ্টা করুন বাড়ি থেকে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার নিয়ে যেতে। অফিসে সময় মেনে, পরিষ্কার হাতে খাবার খান।