শাড়িতে সিঁদুর যেন না লাগে। ছবি: সংগৃহীত।
পঞ্জিকা অনুযায়ী পুজো শেষ। এ বার মায়ের বিদায়ের পালা। সিঁদুরে রাঙা উমা ফিরবেন বাড়ি। উৎসব শেষে তাই মনখারাপের পাশাপাশি সিঁদুর খেলা নিয়ে একরাশ উন্মাদনাও থাকে। পরস্পরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার ফাঁকে শাড়িও লাল হয়ে ওঠে। আলমারিতে সযত্নে রাখা লালপেড়ে সাদা শাড়িটি পরেই সিঁদুর খেলতে যান অনেকেই। সেই শাড়িতে সিঁদুর লাগলে মনের মধ্যে একটা খচখচ করে। তবে শাড়ি থেকে দাগ দূর করারও কিছু উপায় রয়েছে। মেনে চললে সাদা শাড়ি ফের ধবধবে হয়ে উঠবে।
১) শেভিং ক্রিম দিয়েও পোশাক থেকে সিঁদুরের দাগ তোলা সম্ভব। শাড়ির যে অংশে সিঁদুর লেগেছে, সেখানে খানিকটা শেভিং ক্রিম লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর একটা ব্রাশ দিয়ে ঘষলেই দাগ উঠে যাবে।
২) ফ্রিজে বরফ আছে? তা হলে সিঁদুরের দাগের উপর কাপড়ে মুড়ে বরফ ঘষতে থাকুন। কিছু ক্ষণ এমন করার পর দেখবেন, পরিষ্কার হয়ে গিয়েছে।
৩) সিঁদুরের দাগ তুলতে ব্যবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজ়ার। স্যানিটাইজ়ারে থাকা অ্যালকোহল সিঁদুরের দাগ তুলতে সাহায্য করবে। সিঁদুরের দাগের উপর স্যানিটাইজ়ার স্প্রে করে কিছু ক্ষণ অপেক্ষা করুন। সিঁদুরের দাগ এমনি উঠে যাবে।
৪) শাড়ি থেকে সিঁদুর তোলার আরও একটি উপায় হল ভিনিগার। গরম জলে এক চামচ ভিনিগার মিশিয়ে নিন। শাড়ির সিঁদুর মাখা অংশটি ওই জলে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। কিছু ক্ষণ পর দেখবেন সিঁদুরের রং ফিকে হতে শুরু করেছে।