Laptop Cleaning Tips

ল্যাপটপের খাঁজে খাঁজে ময়লা জমেছে? কী ভাবে পরিষ্কার করলে যন্ত্রের কোনও ক্ষতি হবে না?

কী বোর্ডের খাঁজে খাঁজে নোংরা জমে যায়। কী বোর্ড পরিষ্কার করাও সহজ নয়। কী ভাবে করলে ল্যাপটপের কোনও ক্ষতি হবে না?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ১৭:০১
Share:

ল্যাপটপ পরিষ্কার রাখা জরুরি ছবি: সংগৃহীত।

প্রথম দিন অফিসে যাওয়ার পর যে ল্যাপটপটি হাতে পেয়েছিলেন, সেটি দিয়ে এখনও কাজ চালাচ্ছেন। কিন্তু সেটি মাঝেমাঝেই বিগড়ে যায়। কোনও দিন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। আবার কখনও প্রয়োজনীয় লেখা মুছে যায়। প্রায়দিনই এমন সমস্যার মুখোমুখি অনেককেই হতে হয়। যন্ত্র থাকলে, যান্ত্রিক ত্রুটি তো থাকেই। তবে ল্যাপটপ ভাল রাখার ক্ষেত্রে কীবোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কী বোর্ডের বাড়তি যত্ন প্রয়োজন। তবে শুধু যন্ত্রের ভিতর থেকে নয়। যত্ন নিতে হবে বাইরে থেকেও। কী বোর্ডের খাঁজে খাঁজে নোংরা জমে যায়। কী বোর্ড পরিষ্কার করাও সহজ নয়। কী ভাবে করলে ল্যাপটপের কোনও ক্ষতি হবে না?

Advertisement

১) কীবোর্ড পরিষ্কার করার ক্ষেত্রে সব সময় নরম ব্রাশ ব্যবহার করা জরুরি। শক্ত ব্রাশ ব্যবহার করলে তাতে অনেক সমস্যা হতে পারে। নরম, সরু ব্রাশ ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে ভাল। হাতের কাছে ব্রাশ না থাকলে নরম সুতির কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। কিন্তু শক্ত কোনও কাপড় ব্যবহার করবেন না।

২) অফিসের ডেস্কে বসে কাজের ফাঁকে মাঝেমাঝে মুখও চলতে থাকে। খাবারের গুঁড়ো, সস্, মশলা অনেক সময় ল্যাপটপের কীবোর্ডের খাঁজে লুকিয়ে থাকে। এই জমে থাকা ময়লা কীবোর্ডের ক্ষতি করে। এগুলি পরিষ্কার করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। এতে ল্যাপটপের কীবোর্ড নতুনের মতো লাগবে।

Advertisement

৩) ল্যাপটপে জমে থাকা ধুলো জমে পরিষ্কার করতে টুথপিক বা তুলোর বাড ব্যবহার করতে পারেন। এতে ল্যাপটপের কীবোর্ড ক্ষতিগ্রস্থ হবে না। দীর্ঘ দিন পর্যন্ত ভাল থাকবে।

৪) ল্যাপটপের কীবোর্ড পরিষ্কার করার সময় ভুলেও জল ব্যবহার করবেন না। জলের সংস্পর্শে যন্ত্র উল্টে খারাপ হয়ে যেতে পারে। কীবোর্ড পরিষ্কারের জন্য নানা সলিউশন পাওয়া যায়। সেগুলি ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement