টমেটো সসের দাগ তুলতে নাজেহাল? ছবি: সংগৃহীত
জামা-কাপড়ে খাবার পড়লে বিড়ম্বনার শেষ থাকে না। বিশেষ করে যদি টম্যাটো সসের মতো খাবার পড়ে, তা হলে তো আর কথাই নেই। সাধের পোশাকের গঙ্গাপ্রাপ্তি আর আটকায় কে! কিন্তু জানেন কি, ছোট্ট একটি টোটকাতেই দূর হয়ে যেতে পারে টম্যাটো সসের কড়া দাগ? অন্তত এমনটাই দাবি করলেন ইংল্যান্ডের এক মহিলা।
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
নেটমাধ্যমে ওই মহিলা জানিয়েছেন, কিছু দিন আগেই মা হয়েছেন তিনি। আর নিজের খুদেটিকে খাওয়াতে গিয়েই এই অদ্ভুত কৌশলটি আবিস্কার করেছেন। ওই মহিলার দাবি, টম্যাটো সসের মতো জিনিসের কড়া দাগ তুলতে হলে দাগ লাগা কাপড়টি কড়া রোদে ঝুলিয়ে রাখতে হবে ২৪ ঘণ্টা। ব্যাস, তাতেই নাকি গায়েব হয়ে যাবে সসের দাগ।
নিজের সন্তানের দাগ লাগা দু'টি কাপড়ের ছবি একই সঙ্গে প্রকাশ করে মহিলার দাবি, শুধু টম্যাটো সসই নয়, সন্তান মলত্যাগ করলে সেই দাগও উঠে যায় একই ভাবে। যদিও কেন এমন হয়, তা তিনি নিজেও জানেন না বলে জানিয়েছেন ওই মহিলা। তবে তাঁর দাবি, টোটকাটি সত্যিই খুব কার্যকর।