জেনে নিন, ঠোঁটের হাল ফেরাতে চাইলে কী করবেন। ছবি: সংগৃহীত।
অনেকেই আছেন, যাঁরা কেবল শীতকালেই নয়, সারা বছর ধরেই ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন। পুজোর আগে ত্বক পরিচর্যায় আলাদা করে সময় বার করলেও ঠোঁটের দিকটায় অনেকেই খেয়াল করেন না। পুজোর সময় মেকআপ করতে গিয়ে যদি দেখা যায়, ঠোঁট একেবারে ফেটে চৌচির, তখন বিরক্তির শেষ থাকে না। গাঢ় রঙের লিপস্টিক পরলেই আরও বেশি ফুটে ওঠে ফাটা ঠোঁট। জেনে নিন, ঠোঁটের হাল ফেরাতে চাইলে কী করবেন।
১) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মাস্ক ব্যবহার করুন। মাস্ক ব্যবহার করলে ঠোঁট কোমল আর মোলায়েম হবে। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন ঠোঁটে।
২) স্নানের সময় ভাল ভাবে কোনও স্ক্রাব ব্যবহার করুন। চিনির গুঁড়ো আর ময়দা বা বেসন সামান্য জল দিয়ে মিশিয়ে লাগাতে পারেন। তাতে ফাটা চামড়া উঠে যাবে। ঠোঁট নরম হবে।
ঠোঁটের যত্ন নিন। ছবি: সংগৃহীত।
৩) স্ক্রাব করার পর ভাল করে ঠোঁট ধুয়ে শুকিয়ে নিন। তার পর তাতে লাগিয়ে ফেলুন কোনও একটি লিপ বাম। সে ভাবে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন। তার পর লিপস্টিক লাগান।
৪) ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে কখনওই ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাবেন না। এ ক্ষেত্রে বেশ কোমল, আর্দ্র কোনও লিপস্টিক লাগান। তাতে ঠোঁট আরও মসৃণ দেখাবে।