Workplace

Work: কর্ম জীবনে সফল হতে চান? কোন কোন কথা মেনে নিতে হবে

কাজের জায়গায় উন্নতি করতে গেলে কোন কোন জিনিসের সঙ্গে মানিয়ে নিতে হবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ২২:৫৪
Share:
কেউ না কেউ বিরক্ত হবেনই। বলবেন, আপনার কাজে খুশি নন তিনি। সকলকে খুশি করা যায় না।

কেউ না কেউ বিরক্ত হবেনই। বলবেন, আপনার কাজে খুশি নন তিনি। সকলকে খুশি করা যায় না। ফাইল চিত্র

কর্মক্ষেত্রে সাফল্য কার না ভাল লাগে? সকলেই চান কাজের জায়গায় প্রতিষ্ঠিত হতে। উন্নতি করতে। কিন্তু সবেরই কিছু নিয়ম আছে। সহজ নয় কোনও কিছুই। ঠিক যেমন বাজিগর ছবিতে শাহরুখ খান বলেছিলেন, কোনও কিছু অর্জন করতে চাইলে, কিছু ছাড়তেও হয়। তেমনই কিছু বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে হয়।

Advertisement

কাজের জায়গায় উন্নতি করতে গেলে কোন কোন জিনিসের সঙ্গে মানিয়ে নিতে হবে?

১) কেউ না কেউ বিরক্ত হবেনই। বলবেন, আপনার কাজে খুশি নন তিনি। সকলকে খুশি করা যায় না।

Advertisement

২) কেউ যদি আপনাকে ঈর্ষা করে, তার মানে আপনার গুরুত্ব আছে। সকলে খেয়াল করছে আপনার কাজ। সে কারণেই ঈর্ষা করছে।

৩) এ সবের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে চলা মানে সকলের মতো হওয়ার চেষ্টা করা নয়। বরং যাঁরা নিজেদের মতো করে চলতে জানেন, তাঁরা নজরেও পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement