Fruits

নিয়মিত এই ফলগুলি খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়বে, ওজনও কমবে

অনেকের ধারণা, কলা খেলে ওজন বাড়ে। কিন্তু আসল ঘটনাটা উল্টো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৮:২৪
Share:

খালি পেটে আপেল খেলে ওজন কমে। ছবি: সংগৃহীত

খুব পরিশ্রমসাধ্য শরীরচর্চা বা খাওয়াদাওয়ায় বিরাট নিয়ন্ত্রণ নয়— নিয়ম করে কয়েকটি ফল খেয়েই কমিয়ে ফেলা যায় ওজন। দেখে নেওয়া যাক, এই ফলগুলি কী কী।

Advertisement

আপেল: সকালে খালি পেটে একটা আপেল খাওয়ার পরামর্শ অনেকে দেন। এর কারণ আপেল হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এর ফাইবার পেট ভরিয়ে রাখে। তাতে খিদেও কম পায়। পেটের মেদ কমাতে এর তুলনা নেই।

Advertisement

কলা: অনেকের ধারণা, কলা খেলে ওজন বাড়ে। কিন্তু আসল ঘটনাটা উল্টো। এতে এমন ধরনের স্টার্চ বা শর্করা রয়েছে, যেটি খিদে নিয়ন্ত্রণ করে এবং মেদ গলাতে সাহায্য করে। একই সঙ্গে পেশির গঠনেও সাহায্য করে কলা।

লেবু: সকালে লেবুর জল খেলে ওজন কমে— এই কথাটা সম্পূর্ণ ঠিক। কারণ লেবুর রস যকৃত এবং পেটের অন্য অন্ত্রে জমা দূষিত পদার্থ পরিষ্কার করে দেয়। ফলে খাবার হজম করার ক্ষমতা বাড়ে। মেদ জমার পরিমাণ কমে।

যে কোনও বেরি: কোলেস্টেরল, রক্তচাপ কমাতে যে কোনও বেরি সাহায্য করে। যাঁদের ওজন খুব বেশি, তাঁরা নিয়মিত বেরি খেলে শরীর চনমনে হয়, ওজন কমতে থাকে।

গ্রেপফ্রুট বা জাম্বুরা: অতটা প্রচলিত না হলেও, এই ফল ভারতে পাওয়া যায়। যে কোনও খাবার খাওয়ার আগে কিছুটা জাম্বুরা খেলে শরীরে মেদ জমে কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement