Bizarre

সঙ্গী নয়, পোষ্যের সঙ্গেই সিনেমা দেখতে পছন্দ করেন বেশির ভাগ আমেরিকাবাসীরা! কিন্তু কেন?

সম্প্রতি এক সমীক্ষায় এমনই তথ্য ধরা পড়েছে। হঠাৎ সঙ্গীকে বাদ দিয়ে পোষ্য কুকুরকে কেন বেছে নিচ্ছেন তাঁরা, সেই প্রশ্ন জাগতেই পারে মনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৪:৩৫
Share:

পোষ্যের সঙ্গে বসে কেন সিনেমা দেখতে পছন্দ করেন আমেরিকানরা? ছবি: শাটারস্টক।

সঙ্গীর সঙ্গে নয়, পোষ্য কুকুরের সঙ্গে বসেই টিভি দেখতে পছন্দ করেন প্রায় ৪৩ শতাংশ আমেরিকার বাসিন্দা। সম্প্রতি এক সমীক্ষায় এমনই তথ্য ধরা পড়েছে। হঠাৎ সঙ্গীকে বাদ দিয়ে পোষ্য কুকুরকে কেন বেছে নিচ্ছেন তাঁরা, সেই প্রশ্ন জাগতেই পারে মনে।

Advertisement

২০০০ জন পোষ্য কুকুরের মালিকদের নিয়ে করা সমীক্ষা অনুযায়ী, ৪৪ শতাংশ পোষ্য মালিক বলেন, পোষ্যরা ছবি দেখার সময় কোনও ব্যাঘাত ঘটায় না। ৪২ শতাংশ বলেন, তারা কোনও রকম প্রশ্ন করেন না আর ৩৫ শতাংশ বলেন পোষ্যদের আদর করা যায়। এই সব কারণেই নাকি প্রিয়জনের তুলনায় পোষ্যরাই তাদের সিনেমা দেখার ভাল সঙ্গী।

পোষ্য কুকুরদের আবার পছন্দ-অপন্দের কথাও মাথায় রেখে চলেন তাদের মালিকরা। তাঁদের মতে, ২৯ শতাংশ পোষ্য কুকুর পরিবেশ নিয়ে তৈরি সিনেমা দেখতে পছন্দ করে, ২৫ শতাংশ কার্টুন দেখতে পছন্দ করে, ১৮ শতাংশ আবার অ্যাডভেঞ্চারপ্রেমী, ১৬ শতাংশের পছন্দ কৌতূক সিনেমা আর ১০ শতাংশ পছন্দ করে ড্রামা।

Advertisement

সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে, ৪৭ শতাংশ পোষ্য মালিকরা টিভি কিংবা সিনেমার চরিত্রদের নামের সঙ্গে মিলিয়েই তাঁদের পোষ্যের নাম রাখেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement