ভোজনরসিক আপনি? বেড়াতে গেলেই শহর ঢুঁড়ে খুঁজে বার করেন এলাকার সেরা রেস্তরাঁ? তা হলে এক ঝলকে দেখে নিন দেশের দামি রেস্তরাঁগুলোর মেনু কস্ট। ছবি: সাটারস্টক
ওয়াসাবি বাই মরিমোতো— দ্য তাজ মহল প্লেস, মুম্বই: ঝাঁ চকচকে এই রেস্তরাঁর ইন্টিরিয়র দেখলে হাঁ হয়ে যেতে হয়। সেফ’স চয়েজ ভেজ ও নন ভেজ পদের দাম ভারতীয় মুদ্রায় যথাক্রমে ৭ হাজার ১৫০ এবং ৭ হাজার ৪৫০ টাকা। দু’জন খেতে খরচ পড়ে ১০ হাজার টাকা।
ক্যাসাব্লাঙ্কা, তাজ মুম্বই: এক কথায় স্বপ্নের ডাইন আউট। গথিক শিল্প ও নিজস্ব ডিজাইনার দিয়ে সাজানো এই রেস্তরাঁয় প্রিয়জনকে নিয়ে খেতে চাইলে রেস্ত পড়বে ভারতীয় টাকায় ১০ হাজার। উৎসবের মরসুমে সেফ স্পেশাল আইটেমে বাড়তে পারে দাম।
রাজভোগ, বেঙ্গালুরু: এখানকার মশালা দোসা ভারত বিখ্যাত। ত্রিকোণ পরোটার মতো করে মুড়ে দেওয়া দোসার উপর জড়ানো থাকে গোল্ড প্লেটেড ফয়েল। দাম পড়বে ১০১১ টাকা। কাউকে ট্রিট দিতে বাছবেন নাকি?
জ়ানোটা রেস্তরাঁ, লীলা কেমপেনস্কি, গুরুগ্রাম: সুসজ্জিত এই রেস্তরাঁয় দাম শুনলে পিলে চমকে যেতে পারে। স্প্যাগেটি ভালবাসেন? ১ হাজার ৪৫০ টাকা খরচ করলে মিলতে পারে তা। আর দু’জন মিলে খেতে গেলে পকেটে রাখুন কড়কড়ে ২০ হাজার।
ভেট্রো রেস্তরাঁ, ওবেরয়, মুম্বই: দেশের সেরা ল্যাম্ব মেলে এই রেস্তরাঁয়। কেবল ‘র্যাক অফ ল্যাম্ব’-এরই দাম পড়বে ৪ হাজার টাকা। দু’জনের মিল নিলে সঙ্গে রাখুন ৪ হাজার ৫০০ টাকা।
ওরিয়েন্ট এক্সপ্রেস, দিল্লি: সান্ধ্য এই রেস্তরাঁ যেন দিল্লি শহরের আভিজাত্যকেই বহন করে চলেছে। জাঁকজমকের এই রেস্তরাঁয় দু’জনের খেতে খরচ পড়বে ৯ হাজার ৫০০ টাকা। এদের সিগনেচার ডিশ কন ফেড চিকেনের দাম ৩ হাজার টাকা।
ইয়ুক্কা, পালাদিয়াম হোটেল, মুম্বই: মুম্বইয়ের এই হোটেল পৃথিবীর সেরা জাপানি হোটেলগুলোর অন্যতম। জাপানি শেফের হাতযশে এই রেস্তরাঁর প্রতিটা খাবারেই অথেনটিক জাপানি কুইজিন মন টানে। তবে দু’জনের খাওয়া খরচ নেহাত কম নয়, প্রায় ১০ হাজার টাকা। ছবি: সাটারস্টক
আনারকলি, হায়দরাবাদ: বাটার চিকেনের ভক্ত নাকি? দেশের সেরা বাটার চিকেনের ঠিকানা কিন্তু আনারকলি। নিজামদের রান্নাঘরের স্টাইলে সেজে ওঠা এই হোটেলে এক প্লেট বাটার চিকেনের দাম পড়বে ৬ হাজার টাকা।