Digital Detox Challenge

বিনা পরিশ্রমে মাসে ৮ লক্ষ টাকা রোজগার করতে পারেন, সুযোগ দিচ্ছে সংস্থা, তবে শর্ত একটিই!

যদি কেউ একটি মাস মোবাইল ফোন ছাড়া থাকতে পারেন, তাঁকে ৮ লক্ষ টাকারও বেশি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকার একটি সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১২:৪১
Share:

— প্রতীকী চিত্র।

নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হল মোবাইল ফোন। শুধু কথা বলা বা মেসেজ আদান প্রদান নয়, দৈনন্দিন জীবনের নানা কাজের জন্য ভরসা করতে হয় মোবাইলের উপর। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করার উপায় থাকে না। তবে যদি কেউ একটি মাস মোবাইল ফোন ছাড়া থাকতে পারেন, তাঁকে ৮ লক্ষ টাকারও বেশি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকার একটি সংস্থা। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে, ‘ডিজিটাল ডিটক্স চ্যালেঞ্জ’।

Advertisement

এক বিবৃতি থেকে জানা গিয়েছে, আমেরিকার একটি ইয়োগার্ট প্রস্তুতকারী সংস্থা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রত্যেকেই আহ্বান জানিয়েছেন। জিততে পারলে নগদ পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছে। তবে শর্ত একটিই। শুধু একটি মাস মোবাইল ফোন ছাড়া থাকতে হবে। অ্যালকোহল বা মদের আসক্তি কাটানোর জন্য সেই দেশে ‘ড্রাই জানুয়ারি’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তা থেকে অনুপ্রাণিত হয়েই ‘ডিজিটাল ডিটক্স চ্যালেঞ্জ’এর কথা সংস্থার ঊর্ধ্বতনদের মাথায় আসে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা সহজ, সাধারণ জীবনযাপনে বিশ্বাস করি। বর্তমানে নানা ধরনের ডিজিটাল যন্ত্রের ব্যবহার বেড়েছে। তাতে আমাদের সুবিধাই হয়েছে। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তা ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলছে। ওই যন্ত্রের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে মানুষের জীবন। যা একেবারেই কাম্য নয়। আমরা দেখেছি, ফোনের পিছনে এক জন মানুষ গড়ে ৫ থেকে ৬ ঘণ্টা ব্যয় করেন।”

Advertisement

এই প্রোগ্রামে অংশ নিতে গেলে কী কী করতে হবে?

নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১৮ বছর বয়স হলেই হবে। ৩১ জানুযারির মধ্যে ওই সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হবে। কেন এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইছেন, সাদা পাতায় নিজে হাতে সেই কারণ লিখে জানাতে হবে এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নিজের ফোন জমা রেখে আসতে হবে। ব্যস, এই ভাবে মাসখানেক থাকতে পারলেই কড়কড়ে ৮.৩ টাকা পুরষ্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement