খাবার গরম করা ছাড়াও মাইক্রোওয়েভ অভেনের আছে আরও নানা গুণ। ছবি: সংগৃহীত।
মাইক্রোওয়েভ অভেন শুধু খাবার গরম করার কাজেই ব্যবহার করা হয় না। অনেক ঘরোয়া কাজে ব্যবহার করা যায় মাইক্রোওয়েভ। জেনে নেওয়া যাক, মাইক্রোওয়েভের কিছু অজানা ব্যবহার।
রান্নাঘরের কাজে:
লেবুর রস বার করা: লেবুকে দু’টুকরো করে মাইক্রোওয়েভে কিছু ক্ষণ গরম করলে রস সহজেই বেরিয়ে আসে।
পেঁয়াজ কাটার ক্ষেত্রে: পেঁয়াজ মাইক্রোওয়েভে কিছু ক্ষণ গরম করলে, কাটার সময়ে চোখে জল আসে না।
রসুনের খোসা ছাড়ানো: রসুন মাইক্রোওয়েভে দিয়ে কিছু ক্ষণ গরম করলে খোসা ছাড়ানো অনেক সহজ হয়।
পুরনো চিপ্স বা চানাচুর কুড়মুড়ে করা: পুরনো চিপ্স বা চানাচুর টিস্যু পেপারে মুড়িয়ে মাইক্রোওয়েভে গরম করলে আবার কুড়মুড়ে হয়ে যায়।
মাইক্রোওয়েভ অভেনের সাহায্যে সহজ হয় রান্নাঘরের অনেক কাজ। ছবি: সংগৃহীত
শাকসব্জি নরম করা: শাকসব্জি যদি খুব শক্ত হয়, কাটতে অসুবিধা হয়, তবে উপর থেকে জল ছিটিয়ে মাইক্রোওয়েভে কিছু ক্ষণ গরম করলে নরম হয়ে যায়।
রান্নাঘরের বাইরে:
স্পঞ্জ জীবাণুমুক্ত করা: বাসন ধোয়ার স্পঞ্জ ভিজিয়ে মাইক্রোওয়েভে গরম করলে জীবাণু মুক্ত হয়।
নতুন মোমবাতি তৈরি: পুরানো মোমবাতির মোম মাইক্রোওয়েভে গলিয়ে নিয়ে আকার দিয়ে নতুন মোমবাতি তৈরি করা যায়।
বীজ অঙ্কুরিত করা: কিছু বীজ মাইক্রোওয়েভে কিছু ক্ষণ গরম করে অঙ্কুরোদ্গমের প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।
কাপড়ের দাগ সরানো: কাপড়ের দাগ সাবান জল ছিটিয়ে মাইক্রোওয়েভে গরম করলে নরম হয়ে যায়, এর পর এটিকে কাপড় থেকে সরানো সহজ হয়।