Skin care

Skin Care: সব্জির খোসা ফেলে দেন? তা দিয়ে রূপচর্চা করলে কেমন হয়

সব্জি কোটার সময়ে শসা, আলু, গাজরের খোসা ফেলে দেবেন না। বরং এই সব খোসাই পুজোর আগে আপনার ত্বকের জেল্লা বাড়াতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৬
Share:

প্রতীকী ছবি।

রান্না করার আগে সব্জি কাটা বেশ ঝক্কির কাজ। কিন্তু সেটা না করলেও উপায় নেই। বিশেষ করে বেশ কিছু সব্জি খোসা না ছাড়িয়ে রান্না করাই যায় না। এমনকি, স্যালাডের জন্যও শসার খোসা ছাড়িয়ে নিতে হয়। তার পর সব্জির খোসাগুলি ফেলে দেন তো? সেটাই স্বাভাবিক। কিন্তু বেশ কিছু সব্জির খোসা হতে পারে আপনার রূপরুটিনের নিয়মিত সঙ্গী। তাই জেনে নিন কোন কোন সব্জির খোসা না ফেলে রূপচর্চায় কাজে লাগাবেন।

Advertisement

আলুর খোসা
ব্রণর সমস্যা নিয়ে চিন্তিত? বিশেষে করে কারও কারও ক্ষেত্রে ব্রণ একেবারেই শুকোতে চায় না। তাঁরা ব্রণর জায়গাগুলিতে ব্যবহার করতে পারেন আলুর খোসা।এতে রয়েছে ভিটামিন সি, যা সহজেই ব্রণ শুকিয়ে যেতে সাহায্য করে।

ব্রণর জায়গাগুলিতে ব্যবহার করতে পারেন আলুর খোসা।

লাউয়ের খোসা
ত্বকের চটজলদি জেল্লার জন্য কি ঘরোয়া টোটকা ব্যবহার করা যায় ভাবছেন? আলাদা করে কোনও কিছু তৈরি করতে হবে না। লাউয়ের খোসা পুরো মুখে ভাল করে ঘষে নিন। সপ্তাহে এক বার করলেই ত্বকে জেল্লা আসবে।

Advertisement

শসার খোসা
শসা দিয়ে রূপচর্চা তো অনেকেই করে থাকেন। কিন্তু শসার খোসা দিয়ে কখনও ত্বকের যত্ন নিয়েছেন কি? রাত জেগে জেগে চোখের নীচে ডার্ক সার্কল তৈরি হয়েছে? সমস্যার সমাধান করবে শসার খোসা। চোখের চারপাশে ভাল করে শসার খোসা বুলিয়ে নিন। উপকার পেতে সপ্তাহে বার তিনেক করুন।

চোখের চারপাশে ভাল করে শসার খোসা বুলিয়ে নিন। উপকার পেতে সপ্তাহে বার তিনেক করুন।

গাজরের খোসা
হাল্কা হাল্কা বলিরেখার সমস্যা দেখা দিয়েছে? এখনই মিলবে সমাধান। হাতের কাছে থাকা গাজরের খোসা ভাল করে বেটে নিন। তারপর সেই মিশ্রণ মুখে লাগান। কয়েক দিনের মধ্যেই বলিরেখার সমস্যা কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement