Pets

Pets: কখনও বৃষ্টি কখনও গরম, এই আবহাওয়ায় পোষ্যের যত্ন নেবেন কী ভাবে?

ওর লোম যেন ভিজে না থাকে। তা হলে এই সময়ে ছত্রাক থেকে সংক্রমণ হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:৩৭
Share:

বৃষ্টির সময়ে কুকুরের দরকার বিশেষ যত্ন। ছবি: সংগৃহীত

মাঝে মাঝে বৃষ্টি। মাঝে মাঝে রোদ। যখন বৃষ্টি নেই, তখন পচা গরম। এই অবস্থায় নিজের খেয়াল কী করে রাখবেন, সে বিষয়ে হয়তো আপনি সচেতন। কিন্তু বাড়ির পোষ্যটিরও এই সময়ে দরকার বিশেষ যত্ন।

Advertisement

কখনও বৃষ্টি, কখনও গরমের সময়ে কী করে পোষ্য কুকুর বা বিড়ালের যত্ন নেবেন, জেনে নিন।

Advertisement

• এই সময়ে পোষ্যকে বাড়ির বাইরে বেশি ক্ষণ রাখবেন না। যতটা সম্ভব বাড়িতেই রাখুন।

• অনেকেরই বাড়ির বাইরে, বা বাগানে কুকুরের জন্য আলাদা ঘর করা থাকে। বর্ষাকালে সেখানে কুকুরকে রাখবেন না। চেষ্টা করুন, মূল বাড়িতেই রাখতে।

• খেয়াল রাখুন, ওর লোম যেন ভিজে না থাকে। তা হলে এই সময়ে ছত্রাক থেকে সংক্রমণ হতে পারে।

বৃষ্টির মধ্যে ওকে বাইরে বেরতে দেবেন না।

• এই সময়ে ওর পানীয় জল বার বার বদলে দিন। জল খাওয়ার পাত্রটাও দিনে তিন-চার বার ধুয়ে দিন।

• বাড়ির বাইরে কম ঘোরাতে নিয়ে যান। চেষ্টা করুন বাড়িতেই অল্প খেলাধুলো করাতে।

• চিকিৎসকের পরামর্শ নিয়ে ওকে এই সময়ে একটি করে মাল্টিভিটামিন নিয়মিত খাওয়াতে পারেন। তাতে নানা ধরনের সংক্রমণের প্রবণতা কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement