গরম আরাম পেতে লেমন জুস খেলে স্বস্তি হয়। হজমের সমস্যায় বা ডিহাইড্রেশন হলেও আরাম দিতে পারে লেমন জুস। কিন্তু অনেকেই লেমন জুস অত্যন্ত উপকারী ভেবে বেশি মাত্রায় খেয়ে ফেলেন। কোনও কিছুই বেশি খাওয়া ঠিক নয়। অতিরিক্ত লেমন জুস খেলেও হতে পারে নানা পার্শ্বপ্রতিক্রিয়া। জেনে নিন এমনই ৭ পার্শ্বপ্রতিক্রিয়া।
আরও পড়ুন: বেশি গ্রিন টি খেলে এই সাইড এফেক্টগুলো হতে পারে