যত্ন নিয়ে রোজ রান্না করছেন। কিন্তু খাবারের স্বাদ কোথায় যেন একটু কম কম ঠেকছে? বাড়িয়ে তুলতে চান খাবারের স্বাদ? আর দেরি না করে চটপট খাবারের ছবি তুলে ইনস্টাগ্রাম শেয়ার করে দিন। আর এই অভ্যাসই দিনের পর দিন আপনার রান্নাকে করে তুলবে আরও সুস্বাদু।
আপাত ভাবে অবিশ্বাস্য ঠেকলেও এর পিছনে সত্যিই কারণ আছে। বলছেন দুই মার্কিন গবেষক। ফিলাডেলফিয়ার সেন্ট জোসেফ’স ইউনিভর্সিটির অ্যাসিসট্যান্ট প্রফেসর সিন কোরি এবং সান দিয়েগো বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসট্যান্ট প্রফেসর মর্গান পুওর সম্প্রতি তাঁদের গবেষণার ফল প্রকাশ করেছেন জার্নাল অব কনজিউমার মার্কেটিংয়ে। লিখেছেন আমরা সেই সব খাবারের ছবি তুলেই ইনস্ট্রাগামে শেয়ার করি যা খেতে আমাদের ভাল লাগে। আর সেই খাবারের ছবি তুলে শেয়ার করলে খাবারের প্রতি ভালোবাসা কয়েক গুণ বেড়ে যায়। তখন সেই খাবার আরও ভাল লাগে খেতে। আপনিও ট্রাই করে দেখুন না!!
আরও পড়ুন: গরমে নাভিশ্বাস? শরীর ঠান্ডা রাখবে ‘কুল’ জামাকাপড়