Mosquitos

সকলের মাঝে থাকলেও মশা আপনাকেই বেশি কামড়ায়? নেপথ্যে থাকতে পারে ৭ কারণ

যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, তাঁদের মশা ‘এ’ ও ‘বি’ রক্তের গ্রুপের চেয়ে একটু বেশিই পছন্দ করে। এ ছাড়াও বেশ কিছু কারণে মশা কিছু মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়, জেনে নিন, কারা রয়েছেন সেই তালিকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ১৪:১২
Share:

মশা কেন কিছু মানুষকেই বেশি কামড়ায়? ছবি: সংগৃহীত।

বন্ধুদের সঙ্গে কোনও এক রুফ টপ ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছেন, আর তখনই এক ঝাঁক মশা ঘিরে ধরল আপনাকে। আপনার বন্ধুদের বললে তাঁরা বলছেন, মশা আছে বটে, কিন্তু তেমন কামড়াচ্ছে না! আপনার প্রতিই কি তা হলে মশার ভালবাসা বেশি? এটা আপনার একার সমস্যা নয়, ২০১৪ সালে প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে, মশারা কিছু লোকর প্রতি বেশি আকর্ষিত হয়। আসলে তাঁদের দেহে এমন ধরনের কিছু রাসায়নিক নির্গত হয়, যেমন ধরা যাক ল্যাক্টিক অ্যাসিড, সেগুলি মশাদের বেশি করে আকৃষ্ট করে। যেমন, যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, তাঁদের মশা ‘এ’ ও ‘বি’ রক্তের গ্রুপের চেয়ে একটু বেশিই পছন্দ করে। এ ছাড়াও বেশ কিছু কারণে মশা কিছু মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়, জেনে নিন, কারা রয়েছে সেই তালিকায়।

Advertisement

১) গর্ভবতী মহিলা বা বেশি মেদযুক্ত মানুষের শরীরের বিপাকহার বেশি হওয়ায় মশা তাদের প্রতি আকৃষ্ট হয়।

২) গাঢ় রঙের জামা পরলেও মশা বেশিই ধেয়ে আসে।

Advertisement

৩) রক্তের গ্রুপ ‘ও’ হলে মশা কামড়ানোর আশঙ্কা বেশি থাকে।

৪) শরীর থেকে ল্যাক্টিক অ্যাসিড ও অ্যামোনিয়া বেশি মাত্রায় নির্গত করে যাঁদের, তাঁদের মশা বেশি কামড়ায়।

৫) বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছাড়লেও মশার কামড় বেশি খেতে হবে।

৬) যাঁরা বিয়ার জাতীয় অ্যালকোহল খান এবং শরীর থেকে বেশি ঘাম নির্গত হয়, তাঁদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।

৭) শরীরের তাপমাত্রা বেশি হলেও মশারা আকৃষ্ট হয়। যেমন শরীরচর্চার পর শরীরের তাপমাত্রা বেশি থাকে, তাই তখন মশার কামড় খাওয়ার ঝুঁকিও বাড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement