পানীয় জলের মাধ্যমে শরীরে বাসা বাঁধে নানান রোগ। তাই, অনেক সচেতন বাবা-মা চেষ্টা করেন বাচ্চাকে পিউরিফায়েড বা পরিশুদ্ধ পানীয় জল খাওয়াতে। কিন্তু সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। স্বাস্থ্যকর ও বিপন্মুক্ত ভেবে যে পানীয় আমরা নিচ্ছি, আদতে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই জলই।
কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদল জানাচ্ছেন, পরিশুদ্ধ পানীয় জল থেকে শিশুদের মধ্যে বাড়ছে শ্বাসকষ্টের প্রবণতা। কিন্তু, পরিশুদ্ধ পানীয় জল সম্পূর্ণ জীবাণু মুক্ত হওয়া সত্ত্বেও কী ভাবে এই রোগ বাসা বাঁধছে শিশুদেহে?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, গলদ ওইখানেই। জলের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি থাকে উপকারী ব্যাকটেরিয়াও। অতিরিক্ত মাত্রায় পরিশ্রুত হওয়ার ফলে জলের মধ্যে থাকা সেই ‘বন্ধু’ ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আর সমস্যার সূত্রপাত সেখানেই। পিউরিফায়েড হওয়ার সঙ্গে সঙ্গে জলের মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়াই মরে যায়। অন্য দিকে, শ্বাসকষ্ট প্রতিরোধক গাট ব্যাকটেরিয়ার মানুষের দেহে প্রবেশের অন্যতম মাধ্যম পানীয় জল। কিন্তু পানীয় জল সম্পূর্ণ ব্যাকটেরিয়ামুক্ত হওয়ায় এই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের সম্ভাবনা অনেকটাই হ্রাস পায়।
গবেষণা দলের অন্যতম বিশেষজ্ঞ ব্রেট ফিনলে জানালেন, ‘‘আগে আমরা মনে করতাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভাল। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছুটা নোংরারও প্রয়োজন আছে। এটা আশ্চর্যজনক হলেও সত্যি।’’
শুধু তাই নয়, এই গবেষণায় চারটি গাট ব্যাকটেরিয়াও শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে এই চারটি উপকারী গাট ব্যাকটেরিয়া শিশুর জন্মের ১০০ দিনের মধ্যে শরীরে প্রবেশ করলে পরবর্তীতে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই হ্রাস পায়।
আরও পড়ুন: সুস্থ থাকতে বশে রাখুন এই তিন আবেগ