নতুন পোষ্যের জন্য পাওয়া যাবে এই ছুটি ছবি: সংগৃহীত
সন্তান জন্মানোর পরে মায়েরা কর্মক্ষেত্র থেকে ছুটি পান। হালে বেশ কিছু প্রতিষ্ঠান বাবাদেরও ছুটি দেয়। পোষ্যও তো সন্তানতুল্য। তা হলে বাড়িতে নতুন পোষ্য এলে কর্মক্ষেত্র থেকে ছুটি পাওয়া যাবে না কেন? ইউরোপ এবং আমেরিকায় অনেকেই বহু দিন ধরে এমন প্রশ্ন তুলছেন। আর তাঁদের দাবি মেনে নিয়েই বহু প্রতিষ্ঠান এখন কর্মচারীদের নতুন পোষ্য সামলানোর জন্য তিন সপ্তাহের ছুটি দিচ্ছে। এই ছুটির নাম ‘পটারনিটি লিভ’।
পোষ্যের কারণে পাওয়া এই ছুটিটি কেমন? দেখে নেওয়া যাক।
• কত দিন: তিন সপ্তাহ পর্যন্ত ছুটি পাওয়া যেতে পারে।
• কেন: বাড়িতে নতুন পোষ্য এলে, তাকে সেই বাড়ির সঙ্গে মানিয়ে তুলতে হয়। মালিকেরও সময় লাগে তার সঙ্গে ভাব জমাতে। এই সময়টি পেতেই ছুটি।
• সমীক্ষা কী বলছে: আমেরিকার চাকুরিজীবীদের জিজ্ঞাসা করে দেখা গিয়েছে, ৩৯ শতাংশ কর্মী এই ছুটির পক্ষে।
• কারা ইতিমধ্যেই পাচ্ছেন: পোষ্যের খাবার বা অন্যান্য জিনিস নির্মাণকারী সংস্থাগুলি ইতিমধ্যেই কর্মীদের এই ছুটি দিচ্ছে। এমনকি একটি পানীয় প্রস্তুতকারী সংস্থা এবং একটি বিনিয়োগকারী সংস্থাও চালু করেছে এই ছুটি।
• কোন পোষ্যের জন্য নেওয়া যাবে: মূলত কুকুর। বিড়ালের জন্যও আবেদন করা যেতে পারে। তবে মাছ বা অন্য কোনও পোষ্যের জন্য পাওয়ার সম্ভাবনা কম।
• যদি ইতিমধ্যেই পোষ্য থাকে: তা হলে ছুটি পাওয়া যাবে না। নতুন পোষ্য বাড়িতে এসেছে, তার প্রমাণ দিয়েই ছুটি নিতে হবে।