Bizarre

প্রেয়সীর বাহুমূলের ঘাম মাখানো আপেল খেতে হবে পাত্রকে, আরও যা যা বিয়ের রীতি রয়েছে বিশ্বে

বিভিন্ন দেশের বিবাহের রীতি আলাদা। কোনও কোনও প্রথা এতই মৌলিক যা শুনলে চোখ উঠতে পারে কপালে। যেমন অস্ট্রিয়ার কোনও কোনও অঞ্চলে বিয়ে করতে চাইলে কনের ঘাম খেতে হয় পাত্রকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ২০:০৮
Share:

নারীর মন জয় করার বিচিত্র সব উপায়! প্রতীকী ছবি।

বিভিন্ন দেশের সংস্কৃতি আলাদা, আর সংস্কৃতিভেদে বদলে যায় বিয়ের রীতিও। কোনও কোনও রীতি এতই মৌলিক যে সেগুলির কথা শুনলে চোখ কপালে উঠতে পারে বহু মানুষেরই। তেমনই একটি রীতি রয়েছে অস্ট্রিয়াতে।

Advertisement

ইউরোপের এই দেশটির গ্রাম্য অঞ্চলে রয়েছে বিরল একটি রীতি। সেই প্রথা অনুযায়ী কোনও মহিলাকে যদি কোনও পুরুষের মনে ধরে তবে দু’জনকে প্রথমে নাচতে হবে। তার পর যদি সংশ্লিষ্ট রমণীর সম্মতি থাকে তবে তিনি এক টুকরো আপেল নিজের বাহুমূলের ঘামে ভিজিয়ে খেতে দেবেন পাণিগ্রাহী পুরুষটিকে। সেই ঘর্মমিশ্রিত আপেলের টুকরো খেলে তবেই গৃহীত হবে বিয়ে করতে চাওয়া পুরুষের আবেদন।

শুধু অস্ট্রিয়া নয়, সারা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে এমন হরেক রকমের প্রথা। ব্রাজিলের মেহিনাকু নামের একটি গ্রামেও রয়েছে বিচিত্র এক রীতি। সেই প্রথায় কোনও মহিলাকে বিয়ে করতে চাইলে, তাঁকে মাছ উপহার দিতে হয় পুরুষদের। যে পুরুষ সবচেয়ে বড় মাছ ধরে এনে উপহার দেবেন তাঁকেই বিয়ে করবেন রমণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement