আলফানসো আমের দাম সাধারণ আমের তুলনায় অনেকটাই বেশি। ছবি: সংগৃহীত।
দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে রোজের বাজার করতেই নাভিশ্বাস উঠছে আমজনতার। কিন্তু গরমকালে মানুষ আম খাবেন না? শখের আলফানসো আমের দাম শুনলেই চক্ষু চড়কগাছ। সেই আম যাতে সহজেই মানুষ খেতে পারেন, তাই অভিনব এক উপায় বার করেছেন পুণের এক আমবিক্রেতা। আগে আম খেয়ে, পরে মাসিক কিস্তিতে বা ‘ইএমআই’ পদ্ধতিতে দাম দেওয়ার সহজ বিকল্প রেখেছেন তিনি।
গৌরব সান্স নামের ওই আমবিক্রেতা জানিয়েছেন, আলফানসো আমের দাম সাধারণ আমের তুলনায় অনেকটাই বেশি। এই মরসুমে ডজন প্রতি ৮০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে এই আম। তাই ইচ্ছা থাকলেও অনেক ক্রেতাই আম কিনতে পারছেন না। বাড়ি, গাড়ি যদি ‘ইএমআই’-তে কেনা যায়, তবে আম কেনা যাবে না কেন? গৌরব বলেন, “এই আম কিনতে গেলে ক্রেডিট কার্ড থাকা আবশ্যিক। ন্যূনতম ৫ হাজার টাকার কেনাকাটার উপর পাওয়া যাবে এই সুবিধা।”