Dinosaur

Dinosaur: খরায় শুকিয়ে গেল নদীর জল, ফুটে উঠল ডাইনোসরের পায়ের ছাপ

পায়ের ছাপগুলি অন্তত ১১.৩ কোটি বছরের পুরনো। ছাপগুলি দুই ধরনের ডাইনোসরের। নাম— অ্যাক্রোক্যান্থোসরাস ও সরোপসাইডন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১১:৫৫
Share:

নতুন করে ডাইনোসরের খোঁজ! ছবি: সংগৃহীত।

আমেরিকার টেক্সাসে রয়েছে ডাইনোসর ভ্যালি স্টেট পার্ক। সেই উদ্যানের ভিতর দিয়ে বয়ে চলেছে পালাক্সি নদী। গ্রীষ্মের প্রবল দাবদাহে শুকিয়ে গিয়েছে পালাক্সির একটি বড় অংশ। আর নদীর জল শুকিয়ে যেতেই নদীর তলার পাথরে ফুটে উঠেছে ডাইনোসরের পায়ের ছাপ।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, পায়ের ছাপগুলি অন্তত ১১.৩ কোটি বছরের পুরোনো। ছাপগুলি দুই ধরনের ডাইনোসরের। নাম— অ্যাক্রোক্যান্থোসরাস ও সরোপসাইডন। বিজ্ঞানীদের ধারণা অ্যাক্রোক্যান্থোসরাসের উচ্চতা ছিল ১৫ ফুট, ওজন ছিল অন্তত ৭০০০ কিলোগ্রাম। সরোপসাইডনের আকার ছিল আরও বড়, উচ্চতায় ৬০ ফুট। ওজন ছিল ৪৪০০০ কিলোগ্রামের মতো।

এই সেই ছাপ। ছবি: সংগৃহীত।

পার্ক কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, অত্যধিক খরায় শুকিয়ে গিয়েছে নদীর ২০ মাইল অববাহিকার প্রায় পুরোটাই। তাই এখন পায়ের ছাপগুলি দেখা যাচ্ছে। কিন্তু অল্প দিনের মধ্যেই আসতে পারে বৃষ্টি। বৃষ্টি এলেই ফের জলের তলায় চলে যাবে ছাপগুলি। তাই ডাইনোসরের পায়ের ছাপ দেখতে বহু মানুষ গরম উপেক্ষা করেই ভিড় জমাচ্ছেন উদ্যানে।

Advertisement

শিল্পীর কল্পনায় সরোপসাইডন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement