Netflix

Netflix Squid Game: বাস্তবে স্কুইড গেম আনছে নেটফ্লিক্স, পুরস্কারের মূল্য ৩৫ কোটি টাকা

মুক্তি পাওয়ার পর গোটা বিশ্ব জুড়েই প্রবল জনপ্রিয়তা পেয়েছে স্কুইড গেম নামক সিরিজটি। এ বার তারই আদলে নতুন রিয়ালিটি শো আনছে নেটফ্লিক্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৬:৫৩
Share:

নেটফ্লিক্সেও খেলা হবে? ছবি: সংগৃহীত

জনপ্রিয় সিরিজ স্কুইড গেমের আদলে সত্যি একটি খেলা চালু করতে চলেছে নেটফ্লিক্স। নাম, স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ। সংস্থার দাবি, এমন রিয়্যালিটি শো নাকি আগে কখনও তৈরি হয়নি। পৃথিবীর আর কোনও রিয়্যালিটি শো-এর পুরস্কারমূল্যও এত বিপুল অঙ্কের নয় বলে দাবি নেটফ্লিক্স কর্তৃপক্ষের।

Advertisement

২০২১ সালের সেপ্টেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রবল জনপ্রিয়তা পেয়েছিল দক্ষিণ কোরিয়ার পরিচালক হং দং হিউইকের এই ওয়েব সিরিজটি। এ বার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রযোজকরা। সেই সূত্রেই, অবিকল স্কুইড গেমের মতো একটি রিয়্যালিটি শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

নেটফ্লিক্স কর্তারা জানিয়েছেন, দশটি পর্বে এই খেলাটি দেখানো হবে। শ্যুটিং হবে ব্রিটেনে। মোট ৪৫৬ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন খেলায়। অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে ‘স্কুইডগেমকাস্টিং ডট কম’ নামক ওয়েবসাইট থেকে। তবে আবেদনকারীদের বয়স হতে হবে একুশ বছরের বেশি। পারদর্শী হতে হবে ইংরেজি ভাষায়।

Advertisement

সিরিজে দেখানো হয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে এমন প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন খেলা শুরু হয়। দক্ষিণ কোরিয়ায় এগুলির অধিকাংশই শিশুদের খেলা হিসাবে পরিচিত। রং, খাবার, কিংবা পুতুল নিয়ে তৈরি হরেক রকমের খেলায় অসফল হলে কপালে জুটতে পারে মৃত্যু পরোয়ানাও। এমনই দেখানো হয়েছিল সেই সিরিজে। আসল খেলায় অবশ্য হেরে গেলে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনও ব্যবস্থা থাকছে না। তা নিছকই খেলা।

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

এপ্রিল মাসেই প্রায় দুই লক্ষ দর্শক হারিয়েছিল নেটফ্লিক্স। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে টক্কর দিতে গিয়ে ক্রমাগত কোণঠাসা হতে হচ্ছে সংস্থাটিকে। এই নতুন ধারার রিয়্যালিটি শো সেই রক্তক্ষরণ আটকাতে পারে কি না, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement