Ram Mandir Inauguration

মুকেশ অম্বানীর বাড়িতে জ্বলজ্বল করছে ‘জয় শ্রী রাম’ স্লোগান, প্রদীপের রোশনাই চারদিকে

দেশ জুড়ে উৎসবের আমেজের মাঝে রিলায়্যান্সকর্তা মুকেশ অম্বানীর বাড়ি অ্যান্টিলিয়াও সেজে উঠেছে আলোর রোশনাইতে। বাড়ি জুড়ে হিন্দি ভাষায় জ্বলজ্বল করছে ‘জয় শ্রী রাম’ স্লোগান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১২:২০
Share:
প্রধানমন্ত্রীর আর্জিতে সাড়া দিয়েই গোটা বাড়ি প্রদীপের রোশনাইতে সাজিয়ে তুলেছেন শিল্পকর্তা মুকেশ অম্বানী।

প্রধানমন্ত্রীর আর্জিতে সাড়া দিয়েই গোটা বাড়ি প্রদীপের রোশনাইতে সাজিয়ে তুলেছেন শিল্পকর্তা মুকেশ অম্বানী। ছবি: সংগৃহীত।

সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সারা দেশে ‘সাজ সাজ’ রব। এই অনুষ্ঠানে প্রায় ৮০০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের নেতামন্ত্রী, সাধু-সন্ন্যাসী, বলিউড তারকা ছাড়াও মুকেশ অম্বানী, গৌতম আদানি, রতন টাটা, কুমার মঙ্গলম বিড়লা, এন চন্দ্রশেকরণ, অনিল অগরওয়াল, এনআর নারায়ণমূর্তির মতো ভারতীয় শিল্পপতিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে। দেশ জুড়ে উৎসবের আমেজের মাঝে রিলায়্যান্সকর্তা মুকেশ অম্বানীর বাড়ি অ্যান্টিলিয়াও সেজে উঠেছে আলোর রোশনাইতে। বাড়ি জুড়ে হিন্দি ভাষায় জ্বলজ্বল করছে ‘জয় শ্রী রাম’ স্লোগান।

Advertisement

২৭তলার বাড়ি অ্যান্টিলিয়া। গোটা বাড়িটাই সেজে উঠেছে প্রদীপ, লাইট আর ব্যানার দিয়ে। বিশেষ দিন উপলক্ষে প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতবাসীকে নিজেদের বাড়িতে অন্তত ৫টি করে প্রদীপ জ্বালানোর আর্জি রেখেছেন। তাঁর আর্জিতে সাড়া দিয়েই গোটা বাড়ি প্রদীপের রোশনাইতে সাজিয়ে তুলেছেন শিল্পকর্তা।

ইতিমধ্যেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি, সোমবার ছুটি ঘোষণা করল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। ওই দিন সংস্থার টেলিকম থেকে তেল— সব অফিসই বন্ধ থাকবে বলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রিলায়্যান্স সংস্থার তরফে। রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’অনুষ্ঠানে স্ত্রী নীতা অম্বানীকে নিয়ে হাজির হয়েছেন মুকেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement