Winter Hair Care

শীতে চুলের যাবতীয় সমস্যা দূর করবে রসুনের তেল, কী ভাবে তৈরি করবেন?

অভিজ্ঞরা বলছেন, মাথার ত্বকের পিএইচের ভারসাম্য ঠিক রেখে, ঠিক একই কাজ করতে পারে রসুন। উল্টে চুলের জেল্লাও হয় চোখের পড়ার মতো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ২২:২৩
Share:

—প্রতীকী চিত্র।

চুলের সমস্যায় ইদানীং বেশ চর্চায় রয়েছে পেঁয়াজের তেল। লোকমুখে, সমাজমাধ্যমে এখন সেই ‘অনিয়ন অয়েল’এর ছড়াছ়ড়ি। অতিরিক্ত চুল পড়া নিয়ন্ত্রণ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের তেল। কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার। তবে এই তেল ব্যবহার করার পর অনেকেই মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন। তা হলে উপায়? অভিজ্ঞরা বলছেন, মাথার ত্বকের পিএইচের ভারসাম্য ঠিক রেখে, ঠিক একই কাজ করতে পারে রসুন। উল্টে চুলের জেল্লাও হয় চোখের পড়ার মতো। নতুন চুল গজাতে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল রাখতে, চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে এই রসুনের তেল। বয়স্করা বাতের ব্যথা থেকে রেহাই পেতে অনেক সময়ে রসুনের তেল ব্যবহার করে থাকেন। কিন্তু চুলের জন্য এই তেল কী ভাবে তৈরি করবেন?

Advertisement

কী ভাবে তৈরি করবেন রসুনের তেল?

১) প্রথমে কাচের শিশিতে নারকেল বা অলিভ অয়েল ভরে নিন।

Advertisement

২) তার পর বেশ কয়েকটি রসুন থেঁতো করে তেলের মধ্যে দিয়ে দিন।

৩) অনেকেই রসুনের ঝাঁঝাল গন্ধ সহ্য করতে পারেন না। সে ক্ষেত্রে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এই রসুনের তেল। ছবি: সংগৃহীত।

৪) এ বার টানা এক সপ্তাহ রোদে রাখুন তেলের শিশিটি।

৫) স্নান করার আধ ঘণ্টা আগে এই তেল মেখে রেখে দিন। তার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement