Online Scam

ভুয়ো ফোন আসতেই দেড় কোটি টাকা খোয়া গেল যুবকের! কী ঘটেছিল?

আর্থিক প্রতারণার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি। আসল ঘটনাটি কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৩:২২
Share:

ফোন আসতেই খোয়া গেল টাকা। ছবি: সংগৃহীত।

অনলাইনে আর্থিক প্রতারণার ঘটনা ভুরি ভুরি ঘটে চলেছে। একটু অসতর্ক হলেই প্রতারকদের পাতা ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। ফের তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল। দেড় কোটি টাকা খোয়ালেন এক যুবক।

Advertisement

সূত্রের খবর, লাকি ড্রয়ে পুরস্কার জিতেছেন বলে ওই যুবকের কাছে একটি ফোন আসে। ফোনে এক ব্যক্তি তাঁকে জানান, তিনি একটি মোটরবাইক জিতেছেন। সেটা পেতে হলে কিছু তথ্য দিতে হবে। মোটরবাইক জেতার আনন্দে আত্মহারা হয়ে যান যুবক। তাই মনে কোনও সন্দেহ জাগেনি। প্রথমে তাঁকে বলা হয়েছিল, আধার কার্ডের নম্বর দিতে। যুবক তা দিয়েও দেন। তার পর ৫ হাজার টাকা জমা দিতে বলা হয়েছিল। মোটরবাইক পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে প্রতারকদের পাতানো অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠান।

মাঝে দু’দিনের বিরতি। ফের ফোন আসে তাঁর কাছে। পাঁচ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে বলা হয়। যুবক সেটাও দিয়ে দেন। তার পরেই ঘনিয়ে আসে বিপদ। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার এক দিনের মাথায় তাঁর ব্যাঙ্ক থেকে প্রায় ১.২ কোটি টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। এই মেসেজ দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ফোন করেন। কিন্তু তত ক্ষণে দেরি হয়ে গিয়েছে। সর্বস্বান্ত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement