শীত কালে ঠোঁট ফাটার সমস্যায় প্রায় সকলেই ভোগেন। লিপ বাম এই সময় সঙ্গে রাখতেই হয়। অন্যতম প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে লিপ বাম। কিন্তু জানেন কি বাজারচলতি অনেক লিপ বাম সাময়িক ভাবে ঠোঁট ফাটা ঢেকে দিলেও এই সব সিন্থেটিক লিপ বাম থেকে ঠোঁট বেশি শুকিয়ে যেতে পারে? তাই বাড়িতেই বানিয়ে নিন নিজের লিপ বাম।
কী কী লাগবে
ভার্জিন কোকোনাট অয়েল: ১/২ চা চামচ
নারকেল তেল ঠোঁট যেমন ময়শ্চারাইজ করবে তেমনই এর অ্যান্টিঅক্সিড্যান্ট ঠোঁট শুকিয়ে যেতে দেবে না। লিপ বাম ঘন করতে প্রয়োজন নারকেল তেল।
আমন্ড তেল: ১/২ চা চামচ
আমন্ড তেল এখানে লিক্যুইড ক্যারিয়ার অয়েল হিসেবে কাজ করে। যা সব কিছুর মিশ্রণ স্মুদ করতে ও ধরে রাখতে সাহায্য করে।
কাঁচা মধু: ১/৮ চা চামচ
ঠোঁট ময়শ্চারাইজ করতে সাহায্য করে মধু। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ঠোঁট ফাটতে দেয় না।
ভ্যানিলা এক্সট্রাক্ট: ১/২ চা চামচ
লিপ বামে সুন্দর গন্ধ যোগ করে ভ্যানিলা এক্সাট্রাক্ট।
অরগ্যানিক চিনি: ১ টেবল চামচ
কী ভাবে বানাবেন
একটা কাচের বাটিতে সব উপকরণ এক সঙ্গে নিন। প্লাস্টিকের স্প্যাটুলা দিয়ে ভাল করে ম্যাশ করে মিশিয়ে নিন যতক্ষণ না ক্রিমি হয়ে যাচ্ছে। ১/২ আউন্স কাচের জারে ভরে রেখে দিন।
কী ভাবে ব্যবহার করবেন
চিনির দানা থাকার কারণে এই বাম ঠোঁট এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আঙুলে সামান্য লিপ বাম নিয়ে ঠোঁট স্ক্রাব করুন। হালকা গরম জলে পরিষ্কার কাপড় ভিজিয়ে ঠোঁট মুছে নিন।
আরও পড়ুন: ডার্ক চকোলেট খাওয়ার ৩০ মিনিটের মধ্যে শরীরে যে পরিবর্তনগুলো হয়