Beauty

Lipstick Stain: কফির কাপে চুমুক দিলেই লিপস্টিকের দাগ পড়ে? বিড়ম্বনা থেকে বাঁচার উপায় আছে

অস্বস্তির মুহূর্ত থেকে নিজেকে দূরে রাখতে কয়েকটি কাজ করা যেতে পারে। যাতে লিপস্টিক পরা হবে, কিন্তু দাগ পড়বে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৫
Share:

প্রতীকী ছবি।

কারও বাড়ি গিয়ে সাদা কফির কাপে চুমুক দিলেন, আর লিপস্টিকের দাগ পড়ে গেল! এ তো তবু সামলে নেওয়া যায়। কিন্তু শার্টের কলারের দাগ? বিড়ম্বনায় ফেলবেই।

Advertisement

এমন অস্বস্তির মুহূর্ত থেকে নিজেকে দূরে রাখতে কয়েকটি কাজ করা যেতে পারে। যাতে লিপস্টিক পরা হবে, কিন্তু দাগ পড়বে না।

কী ভাবে এমন সম্ভব? বলা রইল তিনটি উপায়। সবচেয়ে সহজ কাজটি দিয়ে শুরু করা যাক।

Advertisement

১) পাউডার: ফেস পাউডার হোক কিংবা সাধারণ ট্যালকাম পাউডার, কিছু একটা থাকেই বাড়িতে। লিপস্টিক লাগানোর পরে সযত্নে তার উপর একটু পাউডার লাগিয়ে নিন। সারা দিনের জন্য নিশ্চিন্ত। লিপস্টিকের দাগ আর কোথাও লাগবে না।

প্রতীকী ছবি।

২) ফাউন্ডেশন: ঠোঁটে লিপস্টিক দেওয়ার আগে হাল্কা করে ফাউন্ডেশন লাগিয়ে নিন। তার পর যে কোনও ধরনের লিপস্টিক লাগান, তার দাগ কোনও ভাবেই অন্য কিছুর উপর লাগবে না।

৩) টিস্যু পেপার: লিপস্টিক লাগানো হয়ে গেলে একটি পরিষ্কার শুকনো টিস্যু পেপার ঠোঁটের মাঝে দিন। কয়েক সেকেন্ডে অতিরিক্ত রং সেই টিস্যুতে চলে যাবে। বাকিটা ঠোঁটে ভাল ভাবে বসেও যাবে। তবে টিস্যু পেপার ঠোঁটে জোর দিয়ে ঘষবেন না যেন, তাতে লিপস্টিক উঠেই যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement