ইএসআই হাসপাতালে ফের পরিদর্শনের নির্দেশ

পরিকাঠামোর অভাবের কারণ দেখিয়ে মে মাসে এমসিআই (মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া) কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছিল, জোকার ইএসআইসি মেডিক্যাল কলেজের দ্বিতীয় ‘বার্ষিক পুনর্নবীকরণ’ (তৃতীয় বর্ষের ছাত্র ভর্তির জন্য) বাতিল করতে। সেই মতো কেন্দ্রীয় সরকার ১৫ জুন তা বাতিল করে। তার জেরে ২০০ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। পড়ুয়াদের অভিভাবকেরা সেই বাতিলকে চ্যালেঞ্জ করে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০০:২৬
Share:

পরিকাঠামোর অভাবের কারণ দেখিয়ে মে মাসে এমসিআই (মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া) কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছিল, জোকার ইএসআইসি মেডিক্যাল কলেজের দ্বিতীয় ‘বার্ষিক পুনর্নবীকরণ’ (তৃতীয় বর্ষের ছাত্র ভর্তির জন্য) বাতিল করতে। সেই মতো কেন্দ্রীয় সরকার ১৫ জুন তা বাতিল করে। তার জেরে ২০০ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। পড়ুয়াদের অভিভাবকেরা সেই বাতিলকে চ্যালেঞ্জ করে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেন।

Advertisement

তাঁদের আইনজীবী পার্থপ্রতিম করণ বৃহস্পতিবার জানান, হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী গত ১৫ জুলাই এমসিআই-কে নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যে ওই মেডিক্যাল কলেজে পুনরায় পরিদর্শন করতে ও কলেজের পরিকাঠামো খতিয়ে দেখে প্রয়োজন হলে নতুন করে কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করতে।

এমসিআই-এর আইনজীবী সৌগত ভট্টাচার্য জানান, ওই কলেজে ‘ফ্যাকাল্টি’-র ঘাটতি ৩৩ শতাংশ থেকে কমে ২৩ শতাংশ হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। পরিদর্শনের সময় সেই ঘাটতি কমেছে কি না, তা-ও দেখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি চক্রবর্তী। ওই ঘাটতি ছাড়া অন্য কোনও ঘাটতি থাকলে, তা মেটানোর ব্যাপারে কর্তৃপক্ষকে মুচলেকা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement