এক ঝটকায় শুনে মনে হবে জলের মতো সোজা। কিন্তু তলিয়ে দেখুন। কিছুতেই উত্তর দিতে পারবেন না। প্রশ্ন সহজ, কিন্তু উত্তরটা বেশ জটিল। আদেও উত্তর আছে তো...?
কেন রসগোল্লা সব সময়ই গোলই হয়। অন্য কোনও আকৃতির হলে কি তা রসগোল্লার মতো খেতে হত না?
কেন বেশিরভাগ সময় আপনার সামনের গাড়িটি আস্তে চলে, আর পিছনের গাড়িটি দ্রুতগতিতে আপনাকে অতিক্রম করে যায়?
জলের স্বাদ ঠিক কেমন? মিষ্টি, নোনতা, তেতো, ঝাল নাকি বিস্বাদ?
সিনেমা হলের চেয়ারের কোন আর্মরেস্টটা আপনার?
ঘুম ভাঙার পর চোখ খোলেন, নাকি চোখ খোলার পর ঘুম ভাঙে?
যদি অভিধানে কোনও শব্দের বানান ভুল লেখা থাকে তা হলে কী করে বুঝবেন?
যদি সিনেমার একটাও টিকিট বুক না হয়, তা হলেও কী হল কর্তৃপক্ষ সেই সিনেমা চালান?
আদৌ কি কেউ ২ মিনিটে ম্যাগি রান্না করতে পেরেছেন?
সময় বাঁচিয়ে কাজ করতে সবাই বলে? কিন্তু বলতে পারবেন সেই সময়গুলি কখন ফেরত পাওয়া যায়?
কেন এই তালিকায় মাত্র ১০টি প্রশ্নই দেওয়া হল?