Google pixel 2

চোখের পলকে স্পিড পেতে গুগল পিক্সেলই অভিষেক স্ন্যাপড্রাগন ৮৩৬-র!

কখনও বা শাওমির মতো আরও নানা মোবাইল প্রস্তুতকারক সংস্থা তাদের নতুন স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৩৬ আনছে বলে শোনা গিয়েছিল। তবে, ফুডজিলা নামে এক টেক ওয়েবসাইট সূত্রে খবর, বাজারে প্রথম এই প্রযুক্তি আনতে পারে গুগল। তাদের পিক্সেল ২ স্মার্টফোনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ১১:৪৫
Share:

পিক্সেল ২-তে অভিষেক স্ন্যাপড্রাগনের এই ভার্সন! ছবি- প্রতীকী

প্রথম কোন মোবাইল প্রস্তুতকারক সংস্থা কোয়ালকমের নতুন সংস্করণ স্ন্যাপড্রাগন ৮৩৬ বাজারে প্রথম নিয়ে আসবে এই নিয়ে চলছিল জোর জল্পনা। কখনও শোনা যাচ্ছিল, আগামী অগস্টেই এই প্রযুক্তি নিয়ে আসবে স্যামসাং গ্যালাক্সি নোট ৮। কখনও বা শাওমির মতো আরও নানা মোবাইল প্রস্তুতকারক সংস্থা তাদের নতুন স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৩৬ আনছে বলে শোনা গিয়েছিল। তবে, ফুডজিলা নামে এক টেক ওয়েবসাইট সূত্রে খবর, বাজারে প্রথম এই প্রযুক্তি আনতে পারে গুগল। তাদের পিক্সেল ২ স্মার্টফোনে।

Advertisement

আরও পড়ুন- ভারতে এল ফেসবুক মেসেঞ্জার লাইট, দাবি, কাজ করবে দুর্বল কানেকশানেও

স্ন্যাপড্রাগনের ৮৩৫-এর থেকে আরও বেশি দ্রুত পারফরম্যান্স পাওয়া যাবে এই সিস্টেম অন এ চিপ (এসওসি)-তে। কিন্তু এই এসওসি সম্পর্কে এখন পর্যন্ত কোয়ালকমের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

বর্তমানে বাজারে স্ন্যাপড্রাগনের যে প্রযুক্তি আছে, সেই ৮৩৫-এর তুলনায় নতুন প্রযুক্তি অনেকটাই শক্তিশালী হবে। স্ন্যাপড্রাগন ৮৩৫ আগের ৮২০ বা ৮২১-এর তুলনায় ৩৫ শতাংশ ছোটো এবং ২৫ শতাংশ কম ব্যাটারি খরচ করে। গিগাবিট ক্লাস স্পিডে অর্থাত্ ৪কে হাই ডেফিনেশন রেজোলিউশনের মতো ভিডিও ডাউনলোড করা যেতে পারে এই প্রযুক্তিতে। তাই, টেক বিশেষজ্ঞদের অনুমান, স্ন্যাপড্রাগন ৮৩৫-র সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিউ) ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিউ)-র বেশ কিছু ফিচার এক থাকলেও তার থেকে বেশি শক্তিশালী হবে কোয়ালকমের নতুন এই সংস্করণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement