দুঃস্বপ্ন দেখে রাতে ঘুম ভেঙে উঠে বসেছেন, দরদর করে ঘামছেন, ঘড়িতে রাত দুটো বাজে, গলা শুকিয়ে কাঠ। এ রকম অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার রয়েছে? আমাদের সকলেরই থাকে। আমরা প্রত্যেকেই জীবনের কোনও না কোনও সময় দুঃস্বপ্ন, ভয়ের স্ব্প্ন দেখি। যা আমাদের ভিতরে লুকিয়ে থাকা ভয়, দুঃশ্চিন্তা, নিরাপত্তাহীনতা, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার প্রতিফলন। জেনে নিন কোন দুঃস্বপ্নের কী অর্থ।
আরও পড়ুন: যে ৫ অবস্থায় সম্পর্ক শেষ করে দেওয়াই হয়তো ভাল