আলু, বেগুন, টোম্যাটো, পেঁয়াজ তো বাঙালি হেঁসেলের রোজকাল সঙ্গী। এগুলো ছাড়া রান্নার কথা ভাবতে পারেন? গোটা ভারতের অধিকাংশ মানুষই যেখানে নিরামিশাষী তারা ভরসা রাখেন এই সব সব্জির ওপরই। তবে জানেন কি এই সব সব্জির বেশির ভাগই ভারতীয় নয়? তা দেশের রান্নাঘরে ঢুকেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে? জেনে নিন কোন সব্জির জন্ম কোথায়।
আরও পড়ুন: কলা, পেয়ারা, আপেল দেশি ফল নয়! কোন ফল এল কোথা থেকে?