কোন পোশাক কত তাপমাত্রায় ইস্ত্রি করবেন? জেনে নিন

সিল্ক, সুতি, নাইলন, লিনেন সব রকম ফেব্রিকের পোশাকই থাকে আমাদের ওয়ার্ডরোবে। প্রতি দিন পাটভাঙা ইস্ত্রি করা জামা পরতে সকলেরই ভাল লাগে। কিন্তু সিল্কের জামা ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেললেন এমনটা হয়েছে কখনও আপনার সঙ্গে? আবার মোটা সুতির জামা ইস্ত্রি করার পরও কিছুটা কুঁচকে রয়েছে এমনটাই বা কতবার হয়েছে? সব ইস্ত্রিতেই পোশাকের ফেব্রিক অনুযায়ী তাপমাত্রা রেগুলেট করা যায়। জেনে নি কো ফেব্রিক কত তাপমাত্রায় ইস্ত্রি করা উচিত।

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ১৪:৩৫
Share:

সিল্ক, সুতি, নাইলন, লিনেন সব রকম ফেব্রিকের পোশাকই থাকে আমাদের ওয়ার্ডরোবে। প্রতি দিন পাটভাঙা ইস্ত্রি করা জামা পরতে সকলেরই ভাল লাগে। কিন্তু সিল্কের জামা ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেললেন এমনটা হয়েছে কখনও আপনার সঙ্গে? আবার মোটা সুতির জামা ইস্ত্রি করার পরও কিছুটা কুঁচকে রয়েছে এমনটাই বা কতবার হয়েছে? সব ইস্ত্রিতেই পোশাকের ফেব্রিক অনুযায়ী তাপমাত্রা রেগুলেট করা যায়। জেনে নি কো ফেব্রিক কত তাপমাত্রায় ইস্ত্রি করা উচিত।

Advertisement

আরও পড়ুন: জামা কাপড় নতুনের মতো রাখতে চান? যত্ন নিন এ ভাবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement