তোমাকে আজ বেশ শুকনো শুকনো লাগেছ।’ বাহ! তোমার চেহারা তো গ্লো করছে আজ। কোনও ভাল খবর আছে নাকি? এই কথাগুলো আমরা প্রায়ই শুনে থাকি। বলেও থাকি অন্যদের। ঠিক কী ভাবে আমরা মুখে দেখে বুঝে যাই শরীর ভাল আছে না খারাপ? জানেন কি ত্বকের ফ্যাকাশে ভাব, চোখের কোলের রং, ঠোঁটের রং সব কিছুই আমাদের স্বাস্থ্যের প্রকৃত অবস্থার পরিচায়ক? নিজের স্বাস্থ্যের অবস্থা জানতে তাই খেয়াল রাখুন ঠোঁট, চোখ, ত্বকের বদলাতে থাকা রঙের ওপর। জেনে নিন ঠোঁটের কেমন রং আপনার স্বাস্থ্য সম্পর্কে কী বলছে।
আরও পড়ুন: ঘরোয়া পদ্ধতিতে পেট খারাপ ঠেকানোর উপায় জেনে নিন