Holi

জেনে নিন দোলের কোন রং কী ভাবে ক্ষতি করে আমাদের

উজ্জ্বল লাল, সবুজ, কালো, নীল, হলুদ বা রুপোলি সব রঙেরই কোনও না কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কী কী বিপদ! আসুন জেনে নেওয়া যাক।

Advertisement
সুমা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২১
Share:
০১ ০৮

উজ্জ্বল লাল, সবুজ, কালো, নীল, হলুদ বা রুপোলি সব রঙেরই কোনও না কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কী কী বিপদ! আসুন জেনে নেওয়া যাক।

০২ ০৮

লাল রং-এ থাকা মার্কারি সালফাইড ত্বকের অ্যালার্জি থেকে শুরু করে কেমিক্যাল লিউকোডার্মা এমনকী ক্যানসার পর্যন্ত ডেকে আনতে পারে।

Advertisement
০৩ ০৮

ন্যাশনাল রেফারাল সেন্টার ফর লেড প্রিভেনশন অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে উজ্জ্বল হলুদ আবির ও বাঁদুরে রং এ সব থেকে বেশি পরিমাণে লেড বা সীসা থাকে। সীসার প্রভাবে আমাদের শরীরে নানান বিষক্রিয়া সৃষ্টি হয়। এমনকী কিডনির কাজকর্মও ব্যহত হতে পারে। হবু মায়েদের রঙের বিষক্রিয়ায় গর্ভস্থ সন্তানের নানান ক্ষতি হতে পারে।

০৪ ০৮

সীসার প্রভাবে লার্নিং ডিসএবিলিটির মত সমস্যার সূত্রপাত হতে পারে।

০৫ ০৮

নীল রঙে থাকা প্রুসিয়ান ব্লু অ্যাটোপিক ডার্মাটাইটিস ও একজিমার ঝুঁকি বাড়িয়ে দেয়।

০৬ ০৮

ঝুঁকি বাড়িয়ে দেয়।

০৭ ০৮

সবুজ রঙে থাকা কপার সালফেট ও অন্যান্য রাসায়ানিক চোখের সমস্যার জন্যে দায়ী। এমনকী, এর প্রভাবে সাময়িক ভাবে অন্ধত্বও আসতে পারে।

০৮ ০৮

ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, নিকেল, জিঙ্ক ইত্যাদির প্রভাবে ত্বক, চুল, শ্বাসনালী সহ নানান শারীরিক সমস্যার সূত্রপাত হতে পারে। চুল ঝরে টাক পড়ার সম্ভাবনা বাড়ে। অন্য দিকে শ্বাসনালীর সংক্রমণ থেকে জ্বর হওয়ার ঝুঁকিও বাড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement