হলুদ: এই রং ঘরে খুশির পরিবেশ নিয়ে আসে। হল, সদর দরজার সামনের দেওয়ালে হলুদ রং করলে অতিথিরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।<br> ডাইনিং হল, বাথরুম বা রান্নাঘরে ব্যবহারের জন্যও হলুদ রং ভাল।
কারও বাড়িতে গেলেই মন ভাল হয়ে যায়, আবার কারও বাড়ি গেলেই কেমন যেন পালাই পালাই মনে হয়। এমনটা কি হয় আপনার সঙ্গে? জানেন কি এর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ঘরের রঙের? নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনলে সকলেই চান মনের মতো করে সাজাতে, ঘরে পছন্দের রং করতে। বিভিন্ন রঙের ব্যবহার নিয়ন্ত্রণ করে আমাদের মুড। একটু বড় করে বলতে গেলে আমাদের জীবন। জেনে নিন কোন রং কী ভাবে বদলে দেয় মুড।
আরও পড়ুন: যে ১০ ভুল আমরা অল্প বয়সে সকলেই করি