রাস্তাঘাটে বাস-ট্রেনে এদিক ওদিক তাকালেই দেখতে পাবেন ইয়ারফোন কানে গুঁজে গানে বুঁদ হয়ে রয়েছেন, আর মাথা দোলাচ্ছেন বেশ কিছু লোক। ইয়ং জেনারেশন তো বটেই, এখন মাঝবয়সীদের মধ্যেও এটা যেন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়েছে। আশপাশে কী ঘটছে হুঁশ নেই তাঁদের। পথ চলতে গান শুনে আনন্দ নিচ্ছেন ঠিকই, কিন্তু এর ক্ষতিরকারক দিকটা আমরা কখনও খেয়াল রাখি না। আসুন দেখে নিই ইয়ারফোন ব্যবহারের মারাত্মক ফলগুলি।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডের রায় শোনানোর পর বিচারক পেনের নিব ভাঙেন কেন?