চালক-সহ ৭ জন আরামে বসতে পারেন স্কোডার এই নতুন এসইউভিতে।
‘স্কোডা কোডিয়াক’-এ রয়েছে ১৯৬৮ সিসির শক্তিশালী ডিজেল ইঞ্জিন। মিলবে ১৬.২৫ কিলোমিটার প্রতি লিটারের অসাধারণ মাইলেজ।
মাত্র ৯.৫ সেকেন্ডের মধ্যে ৯৭ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে পারে ‘স্কোডা কোডিয়াক’।
স্বয়ংক্রিয় গিয়ার বিশিষ্ট এই গাড়ির সর্বোচ্চ গতি ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
‘স্কোডা কোডিয়াক’-এ রয়েছে ইলেক্ট্রনিক চাইল্ড লক ডোর যা নিয়ন্ত্রিত হবে গাড়ির চালকের মাধ্যমেই।
‘স্কোডা কোডিয়াক’-এ রয়েছে চোখ জুড়ানো ইন্টিরিয়র, ইজি অ্যাডজাস্টেবল সিট, ড্রাইভার অ্যাসিসট্যান্ট সিস্টেম-এর মতো একাধিক সুবিধা।
ভারতের বাজারে সদ্য লঞ্চ করা ‘স্কোডা কোডিয়াক’-এর দাম ২৫ থেকে ৩৫ লক্ষ টাকা।