Jennifer Lopez-and Ben Affleck

বিয়ে ভাঙতেই বাড়ি বিক্রির সিদ্ধান্ত জ়েনিফার-বেনের, প্রাসাদোপম বাংলোটির দাম কত রেখেছেন তাঁরা?

বাকি জীবনটা এক ছাদের নীচে কাটাবেন বলে দু’জনে মিলে স্বপ্নের নীড় কিনেছিলেন জ়েনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। সম্পর্কে দাঁড়ি পড়তেই সেই বিলাসবহুল বাংলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন জ়েনিফার এবং বেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৪:১০
Share:

জ়েনিফার এবং বেনের বাড়ি বিক্রি হতে চলেছে। ছবি: সংগৃহীত।

বিয়ের পর লস অ্যাঞ্জেলেসের নতুন বাড়িতে সংসার পেতেছিলেন পপ তারকা জেনিফার লোপেজ় এবং অভিনেতা বেন অ্যাফ্লেক। বিয়ের বয়স দু’বছর পেরোতেই চিড় ধরেছে দু’জনের সম্পর্কে। তাঁদের তরফে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদনও জমা পড়েছে। পাকাপাকি ভাবে এখনও বিচ্ছেদ না হলেও শোনা গিয়েছে, আলাদা বাড়িতে থাকছেন দু’জনে। আর তাই বাকি জীবনটা এক ছাদের নীচে কাটাবেন বলে যে স্বপ্নের নীড় কিনেছিলেন, সেই বিলাসবহুল বাংলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন জেনিফার এবং বেন।

Advertisement

২০২২ সালের শেষের দিকে বিয়ে করেছিলেন জেনিফার এবং বেন। বিয়ের কয়েক মাস পরে ৩৮ হাজার বর্গফুটের বিলাসবহুল এই বাংলোটি কেনেন তাঁরা। বাংলাটিতে মোট ১২টি শোয়ার ঘর আছে। স্নানঘরের সংখ্যা ২৪। বড় বড় ১২টি গাড়ি অনায়াসে রাখা যায় এমন একটি গ্যারেজও আছে সেই বাড়িতে। বাংলোর মধ্যেই রয়েছে পিক্‌ল বল এবং বাস্কেট বলের কোর্ট। বক্সিং রিং আর জি‌মও রয়েছে জ়েনিফার এবং বেনের এই বাড়িতে। বাংলোর চত্বরের মধ্যেই অতিথিদের জন্য আলাদা পেন্টহাউসও আছে। জ়েনিফার এবং বেন যে গুছিয়ে সংসার করবেন বলেই এই প্রাসাদোপম বাড়িটি কিনেছিলেন, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু, নিয়তির ফেরে আজ দু’জনের পথ আলাদা। আর তাঁদের সেই ভাল ‘বাসা’ এখন বেহাত হওয়ার অপেক্ষায়।

৬০,৮০৫,০০০ মার্কিন ডলার দিয়ে এই বাংলো কিনেছিলেন তাঁরা। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫১৩ কোটি ৯ লাখ ১৭ হাজার ৩৫ টাকা ৭৫ পয়সা। তবে যে টাকা দিয়ে বাংলোটি কিনেছিলেন, তার চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি করবেন। এই বাংলোটির দাম তাঁরা রেখেছেন ৫৭৩ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ২০০ টাকা। তবে জেনিফার এবং বেনের এই বাংলো কিনতে কেউ উৎসাহী কি না, সে বিষয়ে অবশ্য জানা যায়নি। তবে সূত্রের খবর, বাড়ি বিক্রি হওয়ার আগে বেন নিজে নতুন একটি বাড়ি কিনে ফেলেছেন। এই বাংলোটির সঙ্গে কোনও দিক থেকেই বেনের নতুন বাড়ির কোনও মিল না থাকলেও, সেটিও নাকি কম বিলাসবহুল নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement