আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে শালবনির কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের সোনাকোড়ায়। আক্রান্ত প্রায় ৭০ জন। তাঁদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ২ জন ভর্তি মেদিনীপুর মেডিক্যালে, ৫ জন শালবনি হাসপাতালে। বৃহস্পতিবার এলাকায় মেডিক্যাল টিম আসে। আসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। এলাকা ঘুরে দেখে তিনি বলেন, “উদ্বেগের কিছু নেই। এলাকায় মেডিক্যাল টিম কাজ করছে। জলের উত্সগুলো দূষিত হয়ে পড়েছে। সেগুলো শোধন করা হচ্ছে।” বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষাও শুরু হয়েছে। এলাকায় জলের উৎস বলতে কুয়ো। স্থানীয়রা যে কুয়োর জল ব্যবহার করেন, তা ব্যবহারের অনুপযুক্ত। গরিব মানুষের বাড়িতে শৌচাগার তৈরির জন্য সরকারি প্রকল্প রয়েছে। তবে কর্ণগড়ের এই এলাকায় সেই কর্মসূচির সুফল পৌঁছয়নি বলেই অভিযোগ। দিন তিনেক ধরেই ওই এলাকায় অসুস্থের খোঁজ মিলছিল। অসুস্থের সংখ্যা বাড়তে থাকায় বুধবার সন্ধ্যায় খবর পৌঁছয় জেলা স্বাস্থ্য দফতরে। যে ২ জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে, তাঁদের মধ্যে একজন প্রসূতি, অন্য জন আশা কর্মী। জেলার উপ- মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান অবশ্য বলেন, “এঁদের অবস্থা স্থিতিশীলই।”