dream

Dream: স্বপ্ন কি বাস্তবের সঙ্গে সম্পর্কহীন, নাকি তা কোনও ঘটনার পূর্বাভাস? কী বলছে গবেষণা?

‘‘স্বপ্নের বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৮:৩০
Share:

স্বপ্নের সঙ্গে যোগ আছে বাস্তবের? ছবি: সংগৃহীত

স্বপ্নের বিভিন্ন স্তর নিয়ে এর আগেও কথা বলেছে বিজ্ঞান। কিন্তু কোন ধরনের স্বপ্ন দেখি আমরা? তা কি একেবারেই এলোমেলো কিছু? নাকি তার পিছনে কোনও কারণ থাকে? এই নিয়েই নতুন কিছু তথ্য তুলে ধরেছে হালের গবেষণা।

Advertisement

হালে আমেরিকার টাফ্টস বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিদ্যা বিভাগের তরফে মানুষের ঘুমের মধ্যে দেখা স্বপ্ন নিয়ে একটি গবেষণা চালানো হয়েছিল। গবেষকদলের প্রধান এরিক হোয়েল বলেছেন, ‘‘আমরা কেন স্বপ্ন দেখি, তা নিয়ে গবেষণায় প্রচুর নতুন কারণ উঠে এসেছে। সেখান থেকেই বলা যায়, স্বপ্নের বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয়।’’

গবেষকদের দাবি, মস্তিষ্ক কতগুলি বিশেষ পথ ধরেই স্বপ্ন দেখায় মানুষকে। স্বপ্ন ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারে বলে মনে করতেন অনেকে। সেটি কি সত্যি? ভবিষ্যতের পূর্বাভাস স্বপ্ন দিতে পারে না। পুরনো এই বিশ্বাসের কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। এ কথা জানিয়ে এরিক বলেছেন, ‘‘বর্তমান সম্পর্কে মানুষকে অবগত করতে পারে স্বপ্ন। হয়তো বর্তমান পরিস্থিতি কেমন, সেটা কেউ ভাল করে বুঝতে পারছেন না। বা তাঁর চোখ এড়িয়ে যাচ্ছে। কিন্তু মস্তিষ্কের অবচেতন অংশ সেই পরিস্থিতি সম্পর্কে ভাল করে বুঝিয়ে দেয় স্বপ্নের মাধ্যমে।’’

Advertisement

শুধু তাই নয়, জীবন অনেক সময়েই একঘেয়ে হয়ে পড়ে। সেই সময় বিনোদনের জন্যও মস্তিষ্ক স্বপ্নের মাধ্যমে নানা ছবি তৈরি করে দেয়। এমনই বলছেন এরিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement