Chest pain

বুকে ব্যথাও কি বলে দিতে পারে, আপনি করোনায় সংক্রমিত হয়েছেন?

এই বছর কোভিড আগের চেয়ে বেশি কঠিন উপসর্গ নিয়ে আসছে। অনেকের ক্ষেত্রেই পেটের যন্ত্রণা, বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৯:১৮
Share:

বুকে ব্যথা হচ্ছে মানে শ্বাসনালিতে সংক্রমণ ছড়িয়েছে, বক্তব্য বহু চিকিৎসকের। ফাইল চিত্র

বুকে ব্যথাও কি করোনার উপসর্গ? কয়েক দিন আগে পর্যন্তও করোনার সংক্রমিত হওয়ার লক্ষণের তালিকায় উপরের দিকে দেখা যেত না বুকে ব্যথার কথা। তবে দ্বিতীয় ঢেউ আসতেই নানা ধরনের কম চেনা উপর্গ বেশি করে দেখা দিতে শুরু করেছে। বুকে ব্যথাও তার মধ্যে একটি।

Advertisement

গত বছরের তুলনায় এবার অনেক বেশি রোগীকে দেখা গিয়েছে বুকে ব্যথার কথা জানাতে বলে মনে করাচ্ছেন চিকিৎসকেরা। ডাক্তারদের বক্তব্য, এই বছর কোভিড আগের চেয়ে বেশি কঠিন উপসর্গ নিয়ে আসছে। গত বার হাল্কা জ্বর, গলা খুসখুস দেখা যাচ্ছিল বেশি। এবার অনেকের ক্ষেত্রেই পেটের যন্ত্রণা, বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে।

তবে শুধু বুকে ব্যথা থাকার কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তার সঙ্গে কাশির দমক আসবে। খুব বেশি গলা ব্যথাও থাকতে পারে। শ্বাস নিতেও অসুবিধা হতে পারে। কারণ বুকে ব্যথা হচ্ছে মানে শ্বানালিতে সংক্রমণ ছড়িয়েছে।

Advertisement

আর কী কী কারণে বুকে ব্যথা বেশি হয় কোভিড রোগীদের?

ফুসফুসে সংক্রমণ: দ্বিতীয় ঢেউ আসতে দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি ফুসফুসে সংক্রমণ দেখা দিচ্ছে। শুরুতেই কারণ কারও ফুসফুস সংক্রমিত হয়ে যাচ্ছে। তাঁদের ক্ষেত্রে বুকে ব্যথা বেশি দেখা যাচ্ছে।

হদ্‌যন্ত্রে সমস্যা: অনেকেরই আগে থেকে হার্টের সমস্যা থাকে। তাঁরা কোভিড আক্রান্ত হলে সবের আগে বুকে ব্যথা দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রেই।

সংক্রমণ ছড়াচ্ছে রক্তের মাধ্যমে: ইতিমধ্যে সকলেরই জানা হয়ে গিয়েছে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে। এমন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্তের মাধ্যমে ফুসফুসে পৌঁছে যাচ্ছে ভাইরাস। এমন ক্ষেত্রে মারাত্মক ব্যথা হতে পারে বুকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement