Children

শিশুটি কি মিথ্যা বলতে শিখছে, কী ভাবে বোঝাতে হবে তাকে

শিশুকে যেমন শেখাতে হবে যে সত্যি বলা প্রয়োজন, তেমনই বুঝতে হবে কেন সত্য গোপন করছে সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ২০:০৩
Share:

শিশুকে খেলার ছলে শেখাতে হবে সত্য বলা কেন প্রয়োজন। ছবি: সংগৃহীত

বাবা-মায়ের কাছে মিথ্যা বলা বড় হওয়ার লক্ষণ। যদি সন্তান অসত্য বলছে বলে মনে কষ্ট থাকে, তবে এ কথা আবারও ভাবা দরকার।

Advertisement

সাধারণত ৪-৫ বছর বয়স থেকে মিথ্যা বলার শুরু। বেশিটাই বাবা-মায়ের কাছে বলে শিশুরা। তবে শিশুকে যেমন শেখাতে হবে যে সত্যি বলা প্রয়োজন, তেমনই বুঝতে হবে কেন সত্য গোপন করছে সে। সব খেয়াল করলে দেখা যাবে এই সময় থেকে সমাজ এবং আশপাশের মানুষের বিষয়ে সচেতন হচ্ছে সে। কার কীসে খারাপ লাগবে, কোনটা ভাল লাগতে পারে— এ সব ভাবনাও আসবে সেখান থেকেই। আর যা বড়দের অপছন্দের বলে তার ধারণা হবে, সে সব কাজের বিষয়ে মিথ্যা বলতে শিখবে সে।

এমন সময়ে শিশুর প্রয়োজন বকুনি নয়। বরং এটা তাকে বোঝাতে হবে যে, মিথ্যা বলাটাও খারাপ লাগার কারণ হতে পারে। যদি সে এমন কিছু কাজ লুকোতে চায়, যা তার বাবা-মায়ের পছন্দের নয়, তবে তাকে সে কাজ থেকে নিজেকে দূরে রাখতে শিখতে হবে। কিন্তু মিথ্যা বলা যে আসলে কোনও সমাধান দিতে পারে না, ছোট থেকেই বোঝানো জরুরি সন্তানকে।

Advertisement

তবেই পরবর্তী সময়েও মিথ্যা না বলার গুরুত্ব মাথায় রাখবে সন্তান!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement